শ্রাবণ মাসে শিবের মাথায় পবিত্র জল ঢালতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পুণ্যার্থী (Deoghar Accident)। মঙ্গলবার সকালবেলা ঝাড়খণ্ডের দুমকা জেলার মোহনপুর থানার জামুনিয়া চকে ভয়ঙ্কর এই বাস দুর্ঘটনায় (Deoghar Accident) প্রাণ হারালেন অন্তত ৮ জন পুণ্যার্থী। গুরুতর আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।
জানা গেছে, পুণ্যার্থীদের বাসটি বিহারের গয়া জেলা থেকে ছেড়ে এসেছিল (Deoghar Accident)। তাঁরা প্রথমে সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল সংগ্রহ করে পৌঁছেছিলেন বৈদ্যনাথধাম (দেওঘর)। সেখান থেকে রীতি অনুযায়ী পরবর্তী গন্তব্য ছিল বাসকীনাথ ধাম। সেই পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ছিল ভোরের দিক। চালকের চোখে ঘুম চলে এসেছিল বলেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই অবস্থায় বাসটি রাস্তার ধারে থাকা একটি বড় ইটের স্তূপে সজোরে ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন উদ্ধারকাজ (Deoghar Accident)। পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে এবং আহতদের তড়িঘড়ি নিয়ে যায় দেওঘর সদর হাসপাতালে। সেখানে চলছে আহতদের চিকিৎসা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবার ও সহযাত্রী পুণ্যার্থীরা। গোটা এলাকা শোকস্তব্ধ।