দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর উপর হামলার ঠিক পরের দিনই বদল হলো দিল্লি পুলিশের শীর্ষ পদে। এস বি কে সিংয়ের জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে (Delhi)।
বৃহস্পতিবার দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনায় সারা দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, রাজকোটের বাসিন্দা ৪১ বছরের অটোচালক রাজেশভাই খিমজিভাই খুনের চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীকে। দিল্লি (Delhi) পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেপ্তার করেছে। এমন গুরুতর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— যখন খোদ মুখ্যমন্ত্রীই নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়! তাই হামলার পরদিনই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কমিশনার বদলের ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক।
কে এই সতীশ গোলচা? তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লির ভয়াবহ দাঙ্গার সময় বিশেষ পুলিশ কমিশনার হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পরিচিতি পান। পরে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত অরুণাচল প্রদেশের ডেপুটি জেনারেল অফ পুলিশ ছিলেন তিনি। এরপর তাঁকে আবার দিল্লিতে ফেরানো হয় এবং এতদিন তিনি কারা বিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। অভিজ্ঞ এই অফিসারকেই এখন দিল্লি পুলিশের কমিশনার করা হলো।
এদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার রাজেশভাইকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পুলিশের কাছে তাঁর দাবি, সুপ্রিম কোর্টের এক নির্দেশে দিল্লির প্রায় তিন লক্ষ রাস্তার কুকুরের জীবনসংশয় তৈরি হয়েছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই তিনি গিয়েছিলেন। তবে তাঁর এই বক্তব্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে দিল্লির যেসব জায়গায় যাওয়া-আসা করতে দেখা গিয়েছে, সেগুলোতেও নিয়ে যাওয়া হবে এবং রাজকোট পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
রাজ্যের মন্ত্রী কপিল মিশ্র অবশ্য এই ঘটনাকে একেবারে ভিন্ন দিক দিয়েছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপর হামলা মোটেও হঠাৎ করে হয়নি। এটি একটি “পরিকল্পিত ষড়যন্ত্রের” অংশ। তাঁর আরও দাবি, অভিযুক্ত আসলে একজন পেশাদার অপরাধী এবং তাঁর অতীতে একাধিক গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।