বলিউড অভিনেত্রী হুমা কুরেশীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দিল্লির (Delhi) বুকে নির্মম খুনের ঘটনায় প্রাণ হারালেন তাঁর খুড়তুতো ভাই আসিফ কুরেশী। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর (Delhi) নিজামুদ্দিন এলাকায় ঘটে এই রক্তাক্ত হত্যাকাণ্ড, যা স্তম্ভিত করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের মানুষজনকে। শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রীও।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টা নাগাদ আসিফের (Delhi) বাড়ির গেটের কাছে বাইক রাখাকে কেন্দ্র করেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, একজন ব্যক্তি তাঁর বাড়ির দরজার সামনে মোটরবাইক রেখে যান। আসিফ বাইকটি সরাতে বললে কয়েকজনের সঙ্গে তীব্র বচসা শুরু হয়। মুহূর্তেই সেই বাকবিতণ্ডা রূপ নেয় হিংসায়। আসিফের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়— ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপানো হয় তাঁকে।
আহত অবস্থায় গুরুতর রক্তক্ষরণ হতে থাকে তাঁর শরীর থেকে। সঙ্কটজনক অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে (Delhi) নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি— আসিফকে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসিফের স্ত্রী সাইনাজ কুরেশী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এর আগেও পার্কিং নিয়ে বিরোধ হয়েছিল। ঘটনার দিন রাতে আসিফ কাজ থেকে ফিরে দেখেন, বাড়ির সদর দরজার সামনেই বাইক রাখা রয়েছে। সরাতে বলতেই প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি হয়, যা মুহূর্তেই ভয়াবহ আক্রমণে পরিণত হয়। ধারাল অস্ত্রের একের পর এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আসিফ। এই অমানবিক হত্যাকাণ্ডে এখন শোকের আবহ রাজধানীর নিজামুদ্দিনে।