দিল্লি বিস্ফোরণকাণ্ডে বড়সড় মোড়! প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের মূল পাণ্ডা উমর মহম্মদের প্রথম ছবি। সোমবার রাতে দিল্লির যে হুন্ডাই I-20 গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় (Delhi Blast), সেই গাড়ির মালিক এই উমরই। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই পার্কিং লটে গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিল সে (Delhi Blast)।
তদন্তে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টা নাগাদ গাড়িটি ঢোকে দিল্লির সুনহেরি মসজিদের পার্কিং লটে। প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে ছিল গাড়িটি (Delhi Blast)। সন্ধে নামতেই সেটি চলে যায় মেট্রো স্টেশনের দিকের রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে (Delhi Blast)।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে চালকের আসনে বসা ব্যক্তিটি মাস্ক পরা — আর সেই মুখটাই মেলানো গেছে উমর মহম্মদের সঙ্গে (Delhi Blast)। তদন্তকারীরা অনুমান করছেন, ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক উমরই বিস্ফোরক ভরার কাজ করেছিল। গাড়িতে রাখা ডিটোনেটর থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়।
তবে বিস্ফোরণের সময় উমর গাড়ির ভেতরে ছিল কি না, সেটি এখনও পরিষ্কার নয় (Delhi Blast)। মাঝপথে সে নেমে গিয়ে অন্য কেউ গাড়ি চালিয়েছিল কি না, সেটাও তদন্তের আওতায়। দিল্লি পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বিস্ফোরণের আগে উমরকে দেখা গিয়েছে আরও দুই সন্দেহভাজন যুবকের সঙ্গে। পুলিশের ধারণা, ওই দু’জনও একই জঙ্গি মডিউলের সদস্য (Delhi Blast)।
সোমবার রাতের এই বিস্ফোরণের পর থেকেই দিল্লিজুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। ইতিমধ্যেই ১৩ জন সন্দেহভাজনকে জেরা করছে দিল্লি পুলিশ। উমরের ভাইকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, গত কয়েকদিন ধরে চলা ব্যাপক ধরপাকড়ের পর আতঙ্কিত হয়েই উমর এই বিস্ফোরণ ঘটায়। সোমবারই গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি চিকিৎসকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে।












