দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় সরব হল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রীর (Narendra Modi) নেতৃত্বে বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, “এটি এক জঘন্য সন্ত্রাসবাদী হামলা, যার নেপথ্যে রয়েছে দেশবিরোধী শক্তি।” মন্ত্রিসভা স্পষ্ট জানিয়ে দিয়েছে—দোষী, তাদের সহযোগী ও অর্থদাতাদের কেউই রেহাই পাবে না (Delhi Blast)।
বৈঠকে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা (Delhi Blast)। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, “দেশ আবার এক জঘন্য সন্ত্রাসবাদী ঘটনার সাক্ষী হল। ১০ নভেম্বর লালকেল্লার কাছে যে গাড়ি বিস্ফোরণ ঘটেছে, তা পরিকল্পিত সন্ত্রাসের অংশ।” মন্ত্রিসভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে (Delhi Blast)।
সরকার জানায়, জরুরি চিকিৎসা ও উদ্ধারকাজে যাঁরা প্রাণপণ লড়েছেন, তাঁদের প্রশংসা করছে মন্ত্রিসভা। মোদী সরাসরি নির্দেশ দিয়েছেন, তদন্ত সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সঙ্গে এগিয়ে নিতে হবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে কেন্দ্রীয় স্তরে (Delhi Blast)।
এই ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে (Delhi Blast)। বিদেশি সরকারগুলির কাছ থেকেও ভারত সরকারের প্রতি সংহতি ও সমর্থনের বার্তা এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বলেছে, “ভারত সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি মেনে চলবে। কোনও রূপেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।”
দেশজুড়ে যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন মন্ত্রিসভার এই বার্তা কার্যত গোটা প্রশাসনকে এক কড়া সতর্কবার্তা দিয়েছে—জাতীয় নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস নয়।











