প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আগামী শুক্রবার গুজরাটের ভুজ সফরে যাচ্ছেন। সূত্র অনুযায়ী, তিনি (Rajnath Singh) দুই দিনের সফরে ভুজ এয়ারবেস এবং ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। সীমান্তে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তিনি (Rajnath Singh) কথা বলবেন বলে জানা গিয়েছে।
শুক্রবার (১৭ মে) সকালে তিনি ভুজে পৌঁছাবেন এবং এরপর ভারতীয় বায়ুসেনার অপারেশনাল প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করবেন।
এরপর তিনি গুজরাটের কচ্ছ জেলার ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চল পরিদর্শনে যাবেন, যেখানে সীমান্ত নিরাপত্তা, সেনা প্রস্তুতি এবং সাম্প্রতিক সময়ে ড্রোন হুমকির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা হতে পারে।
সূত্র জানিয়েছে, রাজনাথ সিং সীমান্ত রক্ষীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং তাদের মনোবল বাড়াতে বিশেষ ভাষণ দেবেন। এছাড়াও সীমান্তবর্তী গ্রামগুলিতে প্রতিরক্ষা অবকাঠামো এবং জনগণের নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রকল্পের খতিয়ানও তিনি নেবেন বলে জানা গেছে।
এই সফরের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তার বাস্তব চিত্র বুঝে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।