Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • DA Case: ডিএ মামলায় চাপের মুখে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশে দিতে হবে ২৫% বকেয়া
দেশ

DA Case: ডিএ মামলায় চাপের মুখে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশে দিতে হবে ২৫% বকেয়া

Email :3

বহু প্রতীক্ষিত ডিএ মামলায় (DA Case) রাজ্য সরকারের উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে অন্তত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (DA Case) (ডিএ) অবিলম্বে প্রদান করতে হবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র (DA Case) ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে তাঁদের (DA Case)।

শুক্রবার শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ বলেন, “আমরা হাইকোর্টের রায় খতিয়ে দেখেছি। এটা সত্যি, ডিএ কোনও অধিকার নয়, কিন্তু তার মানে এই নয় যে তা দেওয়া হবে না। অন্তত ২৫ শতাংশ দিতে হবে।”

প্রথমে রাজ্যের কাছে ৫০ শতাংশ বকেয়া ডিএ মেটানোর প্রস্তাব রাখে আদালত। কিন্তু রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বলেন, “এত টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কোনও প্রতিশ্রুতি দিতে পারছি না। এত অর্থ বরাদ্দ করলে সরকারের পক্ষে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে।”

অন্যদিকে, মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে আর্জি জানান, “এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী। অন্তত কিছু একটা নির্দেশ দেওয়া হোক।” আদালত সেই আর্জি মঞ্জুর করে জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫ শতাংশ ডিএ, যেখানে রাজ্য সরকারি কর্মীরা পান মাত্র ১৮ শতাংশ। ফলে দু’পক্ষের মধ্যে ডিএ-র ফারাক দাঁড়িয়েছে ৩৭ শতাংশ।

ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ এই নির্দেশকে আন্দোলনের “নৈতিক জয়” বলে উল্লেখ করে বলেন, “প্রথমে সুপ্রিম কোর্ট ৫০ শতাংশ দেওয়ার কথা বলেছিল। কিন্তু রাজ্য তাতে রাজি হয়নি। অথচ রাজ্যের অন্যান্য প্রকল্পে এর চেয়ে অনেক বেশি অর্থ খরচ করা হয়।”

আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত এই নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের দাবি আদায়ের পথে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts