নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের এক তরুণীকে গোপনে বিয়ে করার মাশুল দিতে হল ভারতীয় আধাসেনার এক জওয়ানকে (CRPF)। চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকে (CRPF)। সেনা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট আধাসেনার জওয়ানের নাম মুনির আহমেদ। কর্মসূত্রে তিনি জম্মু-কাশ্মীরে নিয়োজিত ছিলেন (CRPF)।
সূত্রের দাবি, মুনিরের সঙ্গে পাকিস্তানের রাওয়ালপিন্ডি নিবাসী মিনাল খানের আলাপ হয় গত বছর, এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং পরে অনলাইনেই বিয়ে করেন তাঁরা। চলতি বছরের মার্চ মাসে মিনাল স্বল্পমেয়াদী ভিসা নিয়ে ভারতে আসেন। সেই ভিসার মেয়াদ শেষ হলেও তিনি দেশে ফিরে না গিয়ে ভারতে থাকতে শুরু করেন। যদিও তাঁর আইনজীবী দাবি করেছেন, সেই সময়ই দীর্ঘমেয়াদী ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল।
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছয়। ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে মিনাল ওয়াঘা সীমান্তে গিয়ে দেশে ফেরার উদ্যোগ নেন। কিন্তু শেষ মুহূর্তে আদালতের অনুমতি পেয়ে ভারতে থেকে যান।
তবে আদালতে স্ত্রীর স্বস্তি মিললেও, মুনির আহমেদের ভাগ্যে তা জোটেনি। সেনা তদন্তে উঠে আসে যে তিনি কোনও অনুমতি ছাড়াই পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিলেন, যা দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতির পরিপন্থী। সেনার মতে, এমন সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। সেই কারণেই তাঁকে চাকরি থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়।