পহেলগাঁওয়ে হামলা (Pahalgam Attack) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Attack) নিন্দা করে তিনি বলেন, “দেশে একটা বিরাট সঙ্কট (Pahalgam Attack) চলছে। দেশে যা ঘটছে (Pahalgam Attack) তা সবার সামনে। ২২ এপ্রিল দেশ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Attack) সাক্ষী ছিল, যেখানে ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন (Pahalgam Attack) এবং সরকার স্বীকার করেছে যে গোয়েন্দাদের ব্যর্থতা ছিল। প্রধানমন্ত্রী যদি সমস্ত কিছু (Pahalgam Attack) জানেন, তাহলে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না কেন? মোদীজিকে (Pahalgam Attack) হামলার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছিল। তাই মোদীজি তাঁর সফর বাতিল করেছিলেন। যখন প্রধানমন্ত্রীর সফরের জন্য পরিস্থিতি (Pahalgam Attack) উপযুক্ত ছিল না, তখন কেন স্থানীয় পুলিশ এবং বিএসএফের সাথে এই তথ্য (Pahalgam Attack) ভাগ করে নেওয়া হয়নি। তাহলে এতগুলো প্রাণকে অকালে হারাতে হতো না। আপনি আপনার কর্মসূচি বাতিল করেছেন কিন্তু পর্যটকদের জন্য নিরাপত্তা মোতায়েন করেননি।”