Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এনডিএ-তে ভাঙনের সুর! চিরাগ পাসওয়ানের বিস্ফোরক আক্রমণ, নীতীশের সরকারকে বললেন ‘অপরাধে ভরা’
দেশ

এনডিএ-তে ভাঙনের সুর! চিরাগ পাসওয়ানের বিস্ফোরক আক্রমণ, নীতীশের সরকারকে বললেন ‘অপরাধে ভরা’

chirag paswan
Email :2

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। রাজ্যের রাজনৈতিক আঙিনায় ভোটের প্রস্তুতি পুরোদমে শুরু হলেও, তার মাঝেই দেখা দিল চাঞ্চল্যকর মোড়। এনডিএ জোটে কি এবার বড়সড় ফাটল? কারণ, কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টির (এলজেপি) সভাপতি চিরাগ পাসওয়ান (Chirag Paswan) প্রকাশ্যে বিহারের শাসক দল জেডিইউ এবং নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।

চিরাগের অভিযোগ, বিহারে আইন-শৃঙ্খলার অবস্থা ভয়াবহ। গত এক মাস ধরে গোটা রাজ্যজুড়ে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে। কখনও প্রকাশ্যে শুটআউট, কখনও হাসপাতালে ঢুকে খুন, আবার কখনও চলন্ত অ্যাম্বুল্যান্সে এক যুবতীকে গণধর্ষণ—এইসব ঘটনায় কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন চিরাগ পাসওয়ান। তিনি সরাসরি বলেন, “আমি এমন এক সরকারকে সমর্থন করছি যেখানে অপরাধ ক্রমাগত বাড়ছে। এটা রোখা না গেলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে প্রশাসন। এর পরিণাম খুব খারাপ হতে চলেছে।”

তিনি (Chirag Paswan) আরও বলেন, “রাজ্যে খুন, ধর্ষণ, গণধর্ষণ, ডাকাতি, ইভটিজিং—সব কিছুই এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার কি এসবের বিরুদ্ধে সত্যিই কড়া পদক্ষেপ নিচ্ছে? না কি নিজের ব্যর্থতা ঢাকতেই এসব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে?”

তবে পরক্ষণেই চিরাগ (Chirag Paswan)কিছুটা সুর নরম করে বলেন, “ভোটের মুখে কেউ ইচ্ছাকৃত ভাবেই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে সেটা যাই হোক না কেন, আইন-শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনেরই দায়িত্ব।”

এদিকে চিরাগের (Chirag Paswan) এই তীব্র মন্তব্যে জেডিইউও চুপ থাকেনি। কড়া প্রতিক্রিয়ায় জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, “যারা বিহারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উচিত প্রথমে নিজের দলে অপরাধীদের ঠাঁই দেওয়া বন্ধ করা। শুধু সমালোচনা করলেই চলবে না। কোনও রাজ্য একশো শতাংশ অপরাধমুক্ত হতে পারে না। কিন্তু বিহার সরকার অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে। ইতিমধ্যেই রাজ্যে ১০০-রও বেশি ফাস্ট ট্র্যাক আদালত তৈরি হয়েছে।”

এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা—চিরাগ পাসওয়ান কি এনডিএ ছেড়ে ফের নিজের রাজনৈতিক পথ তৈরি করার চেষ্টা করছেন? মনে রাখা দরকার, এর আগেও চিরাগ এবং নীতীশ কুমারের মধ্যে তিক্ততা ছিল প্রবল। গত বিধানসভা নির্বাচনেও জেডিইউ-র ভোট কাটাকাটিতে চিরাগের ভূমিকা নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। পরে যদিও লোকসভা ভোটের আগে জেডিইউ ফের এনডিএ-তে যোগ দেয়। এলজেপিও সেই জোটের অংশ, এবং চিরাগ পাসওয়ান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিরাগ সম্ভবত আবার রাজ্য রাজনীতিতে নিজের জমি পাকা করতে চাইছেন। আর তার জন্য নীতীশ কুমারই আপাতত তাঁর প্রধান লক্ষ্য। এখন দেখার, বিহার ভোটের আগে এনডিএ-তে আদৌ সব কিছু ঠিকঠাক থাকবে, নাকি এই চাপানউতোরই ভাঙনের ইঙ্গিত?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts