ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের জবাবে দেশে এখন আমেরিকান পণ্যের (US products) বিরুদ্ধে বয়কটের ঝড় বইছে। ট্রাম্প অভিযোগ তুলেছেন—ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে এবং তা পুনরায় বাজারে বিক্রি করে মুনাফা করছে। এর জেরে তিনি ভারতের রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক এবং রাশিয়া-সংযুক্ত বাণিজ্যে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা চাপিয়ে দিয়েছেন (US products)।
এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে ভারত। এখন আঘাতের মুখে বিশ্ববিখ্যাত মার্কিন কোম্পানিগুলি (US products)—পেপসি, কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, কেএফসি, সাবওয়ে। সাধারণ মানুষই নয়, রাজনৈতিক মহল থেকেও শুরু হয়েছে আমেরিকান পণ্য বর্জনের ডাক।
যোগগুরু রামদেব সরাসরি আহ্বান জানালেন—“একজন ভারতীয়ও যেন পেপসি, কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, কেএফসি বা সাবওয়ের দোকানে দেখা না যায়। এত বড় বয়কট হওয়া উচিত যাতে আমেরিকার অর্থনীতি কেঁপে ওঠে।”
এই বয়কটের প্রভাব ভয়াবহ হতে পারে। যেমন, পশ্চিম ও দক্ষিণ ভারতে ম্যাকডোনাল্ডস চালানো ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড FY24 সালে আয় করেছে প্রায় ২,৩৯০ কোটি টাকা। অন্যদিকে, পেপসিকো ইন্ডিয়ার আয় দাঁড়িয়েছে ৮,২০০ কোটি টাকা এবং শুধু গত তিন বছরে তারা প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ভারত পেপসিকোর শীর্ষ ১৫টি বৈশ্বিক বাজারের মধ্যে অন্যতম (US products)। যদি বৃহৎ বয়কট হয়, তবে এই মার্কিন জায়ান্টদের মুনাফায় বড়সড় ধাক্কা লাগবে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর “স্বদেশী” আহ্বান আরও জোরদার করলেন। তিনি বললেন (US products)—“কোনো কিছু কেনার সময় একটি মাত্র মাপকাঠি হোক, সেটি যেন ভারতীয়দের হাতে তৈরি হয়, ভারতীয়দের ঘাম ও পরিশ্রমে গড়া হয়।” তিনি ট্রাম্পের সিদ্ধান্তকে বৈশ্বিক বাণিজ্যের “অর্থনৈতিক স্বার্থপরতার রাজনীতি”র অংশ বলে আখ্যা দেন।
ভারত সরকারও মার্কিন শুল্ককে (US products) “অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য” বলে জানিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে।
বয়কটের ঢেউ কেবল ভারতে নয়, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাতেও উঠেছে। তবে ভারতের ১.৫ বিলিয়ন ভোক্তা যদি মার্কিন পণ্য বর্জনে নামেন, তবে ক্ষতির বোঝা সবচেয়ে বেশি চাপবে আমেরিকার ব্র্যান্ডগুলির উপরেই।
রাজনৈতিক মহল থেকেও বয়কটের সুর তীব্র হচ্ছে। আম আদমি পার্টির সাংসদ অশোক কুমার মিত্তল ট্রাম্পকে খোলা চিঠি লিখে স্মরণ করালেন ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের চেতনা। তিনি লিখেছেন—“যদি ১৪৬ কোটি ভারতীয় আজ সেই চেতনাকে জাগিয়ে তোলে, তবে আমেরিকার ব্যবসার ক্ষতি হবে ভয়াবহ, ভারতের নয়।”
এদিকে পশ্চিমবঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাস্তায় নেমে মার্কিন পণ্য পোড়াল এবং স্লোগান তুলল—“আমেরিকান পণ্য বর্জন করো, দেশি পণ্য গ্রহণ করো।”