Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • নির্বাচনী মামলা করতে গিয়ে ফেঁসে গেলেন স্বতন্ত্র প্রার্থী, আদালতের কড়া নির্দেশ
দেশ

নির্বাচনী মামলা করতে গিয়ে ফেঁসে গেলেন স্বতন্ত্র প্রার্থী, আদালতের কড়া নির্দেশ

bombay high court
Email :16

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দায়ের করা একটি মামলায় বড় সিদ্ধান্ত দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। বুধবার (১৯ জুন) আদালত নির্দেশ দিয়েছে, মুম্বাইয়ের জোগেশ্বরী (পূর্ব) আসনের এক স্বতন্ত্র প্রার্থী রোহন সাতোনেকে ৩,৫০,০০০ টাকা আদালতে জমা দিতে হবে—এই অর্থ হলো নির্বাচনে জয়ী প্রার্থী অনন্ত বি নারের পক্ষ থেকে আইনি খরচ বাবদ দাবিকৃত অর্থ (Bombay High Court)।

রোহন সাতোনে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জোগেশ্বরী (পূর্ব) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আদালতে (Bombay High Court) একটি পিটিশন দায়ের করে অনন্ত নারের নির্বাচনের বৈধতা বাতিল করার দাবি জানান। কিন্তু মামলায় একাধিক ভুল ধরা পড়ে।

নারের আইনজীবী অমিত করান্ডে আদালতে জানান, পিটিশনে প্রকৃত জয়ী প্রার্থী অনন্ত নারের নয়, বরং পরাজিত প্রার্থী মানিষা বৈকারের (Bombay High Court) (শিবসেনা – একনাথ শিন্ডে গোষ্ঠী) বিরুদ্ধে বিজয় বাতিলের আবেদন করা হয়েছে, যা আইনগতভাবে ভুল। এছাড়াও, মামলার ফরম্যাট ও কপি জমার প্রক্রিয়াতেও গুরুতর ত্রুটি ছিল।

এসব যুক্তি তুলে ধরার পর দেখা যায়, মামলার (Bombay High Court) শুনানিতে সাতোনের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত হননি। তার আগের আইনজীবী আদালতকে জানান, সাতোনে তার আইনজীবীর অনুমতি (Vakalatnama) প্রত্যাহার করে নিয়েছেন। আদালত এই পরিস্থিতিকে “অস্বস্তিকর” বলে ব্যাখ্যা করে এবং ২১ এপ্রিল নতুন আইনজীবী নিযুক্ত করার সময়সীমা দেয়।

পরবর্তী শুনানিতে আইনজীবীর ভিজিটিং কার্ড আদালতে জমা দেওয়া হয়—এই অপ্রথাগত আচরণকে আদালত তীব্র ভাষায় নিন্দা করে। পরে নতুন আইনজীবীর মাধ্যমে মামলার প্রত্যাহার ও খরচ মকুবের আবেদন জানানো হয়।

তবে বিচারপতি আবয় আহুজার বেঞ্চ জানায়, নার তার আইনি ব্যয় বাবদ ৩.৫ লক্ষ টাকা খরচ করেছেন এবং সেই টাকা সাতোনেকে পরিশোধ করতেই হবে। এই নির্দেশে আদালত স্পষ্ট করে দেয়, যারা আইনগত প্রক্রিয়ার অপব্যবহার করেন, তাদের বিরুদ্ধে ব্যয়ভার আরোপ করা আইনত যুক্তিসঙ্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts