দিল্লি হাইকোর্টে (Delhi High Court) বড় বোমা হুমকি, আদালত চত্বর ফাঁকা করে তল্লাশি চলছে। শুক্রবার দুপুরে হঠাৎই শুনানি চলাকালীন বিচারপতিরা বেঞ্চ থেকে উঠে যান। পরে জানা যায়, আদালতে (Delhi High Court) তিনটি বোমা বিস্ফোরণের হুমকি ই-মেইল এসেছে।
সূত্রের খবর, হুমকি ই-মেইলটি পাঠিয়েছেন তেভদিয়া কানিমঝি নামে একজন। ই-মেইলে বলা হয়েছে, আইইডি কোথায় রাখা আছে এবং সেটি নিষ্ক্রিয় করতে একটি কোডের প্রয়োজন (Delhi High Court) । এজন্য সত্যবামা সেনগোত্তায়ন নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
হুমকিতে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ই-মেইলে তামিলনাড়ুর রাজনীতি সংক্রান্ত তথ্য এবং পাকিস্তানের আইএসআই (ISI)-এর সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে । ই-মেইলে বলা হয়েছে, দেশের “ধর্মনিরপেক্ষ নেতারা” পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। রাহুল গান্ধী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের নামও উল্লেখ করা হয়েছে।
চলতি সপ্তাহে উদয়নিধি স্ট্যালিনের ছেলে উপরও অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট চত্বরে বম্ব স্কোয়াড পৌঁছে গেছে। দিল্লি পুলিশ অন্যান্য সংস্থাকেও সতর্ক করেছে।