Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • একযোগে ৬০ স্কুলে বোমা! ইমেলে লেখা: ‘তোমাদের সন্তানের ছিন্নভিন্ন দেহ দেখতে চাই’
দেশ

একযোগে ৬০ স্কুলে বোমা! ইমেলে লেখা: ‘তোমাদের সন্তানের ছিন্নভিন্ন দেহ দেখতে চাই’

school bomb threat
Email :2

শুক্রবার সকালে দিল্লি ও বেঙ্গালুরুতে ৬০টিরও বেশি স্কুলে একযোগে বোমা (Bomb Threat) রাখা হয়েছে বলে ইমেলে হুমকি মেলে। মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে। যদিও পুলিশ সূত্রে খবর, এটি একটি “হোয়্যাক্স” বা ভুয়ো হুমকি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে (Bomb Threat)।

বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর ও কেঙ্গেরি-সহ একাধিক এলাকার অন্তত ৪০টি বেসরকারি স্কুল (Bomb Threat) এই ধরণের ইমেল পেয়েছে। অন্যদিকে দিল্লির পশ্চিমবিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল এবং দ্বারকার মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল-সহ অন্তত ২০টি স্কুলে একই ধরনের হুমকি পাঠানো হয়েছে।

হুমকি ইমেলে (Bomb Threat) লেখা ছিল, “আমি জানাতে চাই যে, আমি স্কুলের ক্লাসরুমে একাধিক বিস্ফোরক (ট্রিনাইট্রোটলুইন) বসিয়েছি। সেগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে কালো প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা হয়েছে। আমি তোমাদের সবাইকে এই পৃথিবী থেকে মুছে দেব। একটি প্রাণও বাঁচবে না। আমি খুশি হয়ে খবর দেখব, যেখানে বাবা-মা স্কুলে এসে তাঁদের সন্তানের ঠান্ডা, ছিন্নভিন্ন দেহ দেখে চমকে উঠবেন।”

এছাড়াও আরও (Bomb Threat) লেখা হয়— “তোমাদের সবার কষ্ট পাওয়া উচিত। আমি আমার জীবন ঘৃণা করি। খবর দেখার পর আমি আত্মহত্যা করব—গলা কাটব, হাতের শিরা কাটব। কোনও মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী আমাকে সাহায্য করেনি। কেউ কখনও আমায় গুরুত্ব দেয়নি।”

“তোমরা কেবল ওষুধ দিয়ে মানুষের দমন করতে চাও। মনোরোগ চিকিৎসকরা বলেন না যে সেই ওষুধ শরীর নষ্ট করে, মোটা করে তোলে। আমি জীবন্ত প্রমাণ যে মানসিক ওষুধ কোনও কাজ করে না। তোমাদের প্রত্যেকের কষ্ট পাওয়া উচিত, যেমনটা আমি পাচ্ছি।”

এই ইমেলগুলি পেয়ে দিল্লি ও বেঙ্গালুরু পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়। স্কুলগুলো খালি করে ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রতিটি স্থানে বোম স্কোয়াড, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম মোতায়েন করা হয়েছে। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

কী বলছে পুলিশ?

দিল্লি পুলিশ জানিয়েছে, এই ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। যেই হোক না কেন, অপরাধীকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাইবার টিম ইতিমধ্যেই ইমেলের উৎস খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার বিএ দয়ানন্দ জানান, “একাধিক স্কুলে মেল আসার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। অভিভাবকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। সমস্ত স্কুল নিরাপদ। বিষয়টি আমরা অতি গুরুত্ব দিয়ে দেখছি।”

শিশুরা আতঙ্কে, স্কুলে হাহাকার

হঠাৎ করে এই হুমকির জেরে সকাল থেকে স্কুল চত্বরে হাহাকার ছড়িয়ে পড়ে। পড়ুয়ারা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে, অনেক অভিভাবক দৌড়ে যান স্কুলে। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, তাঁদের শিশুদের মানসিকভাবে প্রবল আঘাত পেয়েছে। অনেক স্কুলে দিনভর ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts