গুরুগ্রামের ভয়াবহ গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হল হরিয়ানার সোনিপতের বাসিন্দা বিশালকে, বয়স মাত্র ২৫ (Bollywood Singer)। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিশালই ছিল পুরো হামলার ‘মাস্টারমাইন্ড’—যিনি বলিউড গায়ক রাহুল ফাজিলপুরিয়ার গতিবিধি দিনভর অনুসরণ করছিল এবং তার সমস্ত তথ্য পৌঁছে দিচ্ছিল অপরাধী দলের হাতে (Bollywood Singer)।
গুরুগ্রাম ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় বুধবার ধরা পড়ে বিশাল। এই ঘটনার সূত্রপাত সোমবার, যখন গুরুগ্রামের রাস্তায় আচমকা গুলির মুখে পড়েন ফাজিলপুরিয়া (Bollywood Singer)। যদিও তিনি অক্ষত ছিলেন, তাঁর গাড়ির কাছেই গুলি লাগে একটি খুঁটির গায়ে। ঘটনার পরেই আততায়ীরা সাদা রঙের টাটা পাঞ্চ গাড়িতে করে চম্পট দেয়।
ঘটনার পরেই গায়ক (Bollywood Singer) স্বয়ং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়। তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, বিশাল বেশ কিছুদিন ধরেই রাহুল ফাজিলপুরিয়ার উপর নজর রেখে চলছিল। কখন কোথায় যাচ্ছেন, কী সময় গাড়িতে উঠছেন বা নামছেন—এই সমস্ত তথ্য আগেই পৌঁছে দেওয়া হচ্ছিল হামলাকারীদের কাছে (Bollywood Singer)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশাল স্বীকার করেছে যে, এই হামলায় ব্যবহৃত গাড়িটি সে নিজে এবং তার সঙ্গীরা মিলে ভাড়া নিয়েছিল। এমনকি গুরুগ্রামে ঘনঘন আসা যাওয়া করত সে, কখনও হোটেল তো কখনও গেস্ট হাউসে থেকে নজর রাখত গায়কের গতিবিধির উপর। হামলার পেছনে নির্দিষ্ট কোনও ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন, না কি পেশাদার কারণে এই আক্রমণ, তা নিয়ে এখনই নিশ্চিত হতে পারছে না পুলিশ। তবে তদন্ত চলছে পুরো দমে।
গুরুগ্রাম পুলিশের ইন্সপেক্টর অমিত কুমার জানিয়েছেন, “বিশালের জবানবন্দি থেকেই আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। এখন তাকে জেরা করে জানা হচ্ছে, তার সঙ্গে আর কে কে ছিল এই ষড়যন্ত্রে। খুব শিগগিরই আরও ধৃতের সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, “এই ঘটনায় আরও কে বা কারা জড়িত, এবং এর সঙ্গে আরও কোনও অপরাধ যুক্ত রয়েছে কিনা, সে দিকেও নজর রাখছে তদন্তকারী দল।”
জনগণের উদ্দেশ্যে পুলিশ আশ্বাস দিয়েছে, কোনও ভাবেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। জনপ্রিয় গায়কের উপর প্রকাশ্যে হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্ত দোষীদের খুঁজে বের করার কাজ চলছে।