Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • রাহুল ফজিলপুরিয়ার গাড়িতে দুষ্কৃতীদের গুলি! রেভ পার্টির বিতর্কের জের, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র?
দেশ

রাহুল ফজিলপুরিয়ার গাড়িতে দুষ্কৃতীদের গুলি! রেভ পার্টির বিতর্কের জের, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র?

bollywood singer
Email :18

সোমবার সন্ধ্যাবেলা গুরুগ্রামের এসপিআর রোডে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। বলিউড গায়ক (Bollywood Singer) ও ২০২৪ লোকসভা নির্বাচনে জেজেপি প্রার্থী রাহুল ফজিলপুরিয়ার গাড়ির দিকে চালানো হল একের পর এক গুলি! পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার গাড়ির দিকে ২ থেকে ৩ রাউন্ড গুলি চালায়, যদিও কেউ আহত হয়নি। ঘটনায় গায়ক অল্পের জন্য প্রাণে বেঁচে যান (Bollywood Singer)।

ঘটনার পর আততায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। কে বা কারা এই হামলা চালাল, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত তথ্য হাতে আসেনি। গুরুগ্রাম পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে (Bollywood Singer)। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

রাহুল ফজিলপুরিয়া হরিয়ানার জনপ্রিয় গায়ক (Bollywood Singer), ইনস্টাগ্রামে যার ফলোয়ার সংখ্যা ১২ লক্ষেরও বেশি। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গুরুগ্রাম থেকে জেজেপি (জন্নায়ক জনতা পার্টি)-র টিকিটে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিজেপি প্রার্থী মুকেশ শর্মার কাছে ১.২২ লক্ষ ভোটে পরাজিত হন।

তবে এটি প্রথমবার নয় যে রাহুল বিতর্কে জড়ালেন। ২০২৩ সালে বিগ বস OTT 2 জয়ী এলভিশ যাদবের সঙ্গে সাপের বিষ সংক্রান্ত রেভ পার্টির মামলায় তার নাম জড়িয়ে পড়ে (Bollywood Singer)। সেই মামলার জেরায় এলভিশ দাবি করেছিলেন, রেভ পার্টিতে সাপের ব্যবস্থাপনা করেছিলেন বলিউড গায়ক রাহুল ফজিলপুরিয়া নিজেই।

এই গুলি চালনার ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গেছে হরিয়ানার সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে—এটি ব্যক্তিগত আক্রোশ, পুরনো শত্রুতা, না কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা, তা জানতে চলছে তৎপরতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts