হেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ (BJP Leader)। এমন আবহে ভারত জুড়ে যখন যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা ঘনীভূত, তখন সেনার সঙ্গে ‘রিল’ বানিয়ে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি (BJP Leader) রবীন্দ্র রায়না। তাঁর (BJP Leader) এই কাজকে “দায়িত্বজ্ঞানহীন” ও “অসংবেদনশীল” বলে কটাক্ষ করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি।
রবিবার এক ১৪ সেকেন্ডের ভিডিও ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার)-এ শেয়ার করেন রবীন্দ্র রায়না। সেখানে তাঁকে দেখা যায়, বরফে মোড়া উপত্যকায় ভারতীয় সেনার পোশাক পরা জওয়ানদের সঙ্গে দৌঁড়াতে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন “জয় হিন্দ”। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।
কংগ্রেসের অভিযোগ, পহেলগাঁওয়ে যখন ২৬ জন মানুষের প্রাণহানিতে দেশব্যাপী শোক ও ক্ষোভ—তখন এক বিজেপি নেতা কীভাবে সেনার সঙ্গে ‘রিল’ বানিয়ে তা প্রচার করেন? দলের মুখপাত্র বলেন, “এটা শুধু বালখিল্যতা নয়, চরম অসংবেদনশীলতা। রায়নার আচরণ দেখে মনে হচ্ছে, ২৬ জনের মৃত্যুতে তাঁর বিন্দুমাত্র বেদনাবোধ নেই।”
এই ঘটনায় বিজেপির শীর্ষ নেতৃত্বকেও নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস প্রশ্ন তুলেছে, “গেরুয়া নেতার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কীভাবে মেনে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?” শুধু কংগ্রেস নয়, শিব সেনার (উদ্ধব ঠাকরে শিবির) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও রায়নার কড়া সমালোচনা করেছেন।
যখন সেনাবাহিনী সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যস্ত, তখন সেনার ভাবমূর্তি নিয়ে ‘রিল’ বানানোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এ বিষয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।













