টানা বর্ষণের জেরে ভয়ঙ্কর সেতু বিপর্যয় ঘটল গুজরাটের ভদোদরায় (Bridge Collapsed)। বুধবার সকালে মহিসাগর নদীর উপর গড়ে ওঠা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতুর মাঝের অংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। ভেঙে পড়া ওই অংশ দিয়ে যাওয়ার সময় পাঁচটি গাড়ি হুড়মুড়িয়ে পড়ে যায় নদীর জলে (Bridge Collapsed)। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের, গুরুতর আহত আরও তিনজন। একাধিক ব্যক্তি নিখোঁজ বলেও আশঙ্কা করা হচ্ছে (Bridge Collapsed)।
ভোর সাড়ে সাতটা নাগাদ যখন গম্ভীরা ব্রিজ দিয়ে প্রতিদিনের মতো ভারী যানবাহন চলাচল করছিল, ঠিক সেই সময় আচমকাই মাঝ বরাবর সেতুটি ভেঙে পড়ে (Bridge Collapsed)। ভাঙা অংশের কিনারায় এক বিশাল ট্যাঙ্কার এখনো ঝুলে রয়েছে, যে কোনও মুহূর্তে সেটিও হুড়মুড়িয়ে নদীতে পড়ে যেতে পারে। এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য দেখে চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা (Bridge Collapsed)।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ভদোদরা থানার পুলিশ ও স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। উদ্ধারকাজে নামানো হয় দমকল বাহিনীকেও। ব্যবহার করা হয় বিশেষ রেসকিউ মই। ইতিমধ্যেই সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ব্রিজটির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। অথচ প্রতিদিনই এই সেতু দিয়ে যাতায়াত করে দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাক। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত ভার বহনের চাপে ও বৃষ্টিজনিত কারণে ব্রিজের মাঝ বরাবর ফাটল তৈরি হয়েছিল, যা আচমকা ধসে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দেয়।
ঘটনার পরেই শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। কীভাবে এত পুরনো একটি সেতু এখনো ব্যবহৃত হচ্ছিল, তার জবাব চাইছে স্থানীয়রা। ব্রিজের ‘স্বাস্থ্য পরীক্ষা’ বা রুটিন ইন্সপেকশন আদৌ হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠছে জোরালোভাবে।
এখনও নদীতে উদ্ধার কাজ চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।