বিহারে দ্বিতীয় দফার ভোটে ইতিহাস গড়ল ভোটাররা (Bihar Election)। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে মোট ভোটদানের হার ছুঁয়েছে ৬৬.৯ শতাংশ, যা স্বাধীন ভারতের ইতিহাসে এক রেকর্ড। এমনটাই জানালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর কথায়, “১৯৫১ সাল থেকে আজ পর্যন্ত কোনও নির্বাচনে এত ভোট পড়েনি। বিশেষত মহিলারা এবার ইতিহাস তৈরি করেছেন (Bihar Election)। তাঁদের ভোটদানের হার ৭১ শতাংশ।”
গত ৬ নভেম্বর প্রথম দফার ভোটেও রেকর্ড ভোট হয়েছিল— ৬৫.০৮ শতাংশ। এবার সেই সংখ্যাও ছাপিয়ে গেল। নির্বাচনী দফতরের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় মোট ৭১.৬ শতাংশ নারী ভোটার ভোট দিয়েছেন, যেখানে পুরুষদের ভোটদানের হার ৬২.৮ শতাংশ (Bihar Election)।
সবচেয়ে বেশি ভোট পড়েছে সীমাঞ্চল ও চম্পারণ অঞ্চলে— কাটিহার (৭৮.৩৯%), কিশনগঞ্জ (৭৭.৯১%), পূর্ণিয়া (৭৫.৮৭%), পশ্চিম চম্পারণ (৭০.৭৫%)। গয়া ও আরারিয়াতেও ভোটদানের হার যথাক্রমে ৬৮.৬৩% ও ৬৯.৫৪%।
ভোটের আবহে রাজনীতিতে জমজমাট লড়াই (Bihar Election)— একদিকে NDA, অন্যদিকে মহাগঠবন্ধন, আর মাঝখানে নতুন সমীকরণ তৈরি করছেন প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। অনেক আসনেই তাঁর প্রভাব ‘X ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ওয়াইসি-র AIMIM আবার সীমাঞ্চলে মুসলিম ভোট ধরে রাখতে মরিয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় ভোটের এত উচ্চ হার ভোটারদের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মহিলাদের অংশগ্রহণ, যুব ভোটারদের উচ্ছ্বাস, এবং গ্রামীণ ভোটকেন্দ্রগুলিতে অভূতপূর্ব ভিড়— সব মিলিয়ে বিহারের রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিতে পারে এই নির্বাচন।
এদিকে নির্বাচনের দিন দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের জেরে দেশজুড়ে চরম সতর্কতা জারি ছিল। তবে সেই আতঙ্ক ছাপিয়ে বিহারে ভোট পড়েছে নজিরবিহীন হারে। এখন প্রশ্ন একটাই— এই রেকর্ড ভোট কার পক্ষে যাবে?১৪ নভেম্বর জানা যাবে বিহারের ভাগ্য।











