Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সাংবাদিকদের জন্যও সুখবর! মাসে ১৫ হাজার পেনশন, স্ত্রীকে আজীবন ১০ হাজার টাকা— বড় ঘোষণা সরকারের
দেশ

সাংবাদিকদের জন্যও সুখবর! মাসে ১৫ হাজার পেনশন, স্ত্রীকে আজীবন ১০ হাজার টাকা— বড় ঘোষণা সরকারের

nitish kumar
Email :7

বিহারে আর মাত্র মাস খানেক পরেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে যেন একেবারে কল্পতরু রূপে অবতীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar)। পরপর একাধিক ঘোষণা করে বেতন ও ভাতা দ্বিগুণ করে দিচ্ছেন তিনি— শিক্ষাক্ষেত্রের কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যে নিযুক্ত মাঠপর্যায়ের কর্মী এবং এমনকি সাংবাদিকদের জন্যও এল আর্থিক ‘উপহার’।

বিহার সরকারের (Bihar) তরফে ঘোষণা করা হয়েছে, মিড ডে মিল প্রকল্পে কর্মরত রাঁধুনীদের মাসিক বেতন এবার থেকে হবে দ্বিগুণ। আগে যেখানে তাঁরা পেতেন ১,৬৫০ টাকা, এখন সেই বেতন বাড়িয়ে করা হয়েছে ৩,৩০০ টাকা। শুধু তাই নয়, সরকারি স্কুলে (Bihar) নিয়োজিত নাইট গার্ড বা রাত্রিকালীন নিরাপত্তারক্ষীদের বেতনও এক লাফে ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ ইনস্ট্রাকটরদের জন্যও এসেছে সুখবর। তাঁদের বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধির অঙ্কও বাড়ানো হয়েছে— আগে যা ছিল ২০০ টাকা, এখন থেকে তা হবে ৪০০ টাকা।

শুধু শিক্ষাক্ষেত্রে নয়, স্বাস্থ্য পরিষেবাতেও (Bihar) আর্থিক সুবিধা বাড়াচ্ছে নীতীশ সরকার। এর আগে আশাকর্মীদের বেতন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩,০০০ টাকা। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি ভাতা ৩০০ টাকা থেকে একধাক্কায় বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

বিবেচনায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরও। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যাঁরা আগে মাসে ৬,০০০ টাকা করে পেনশন পেতেন, এবার থেকে তাঁরা পাবেন ১৫,০০০ টাকা। আর পেনশনভোগী সাংবাদিক মৃত্যুবরণ করলে, তাঁর স্ত্রী আজীবন মাসে ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। ২০১৯ সালে শুরু হওয়া এই সাংবাদিক পেনশন প্রকল্প এবার আরও বড় পরিসরে রূপ নিচ্ছে।

নীতীশ কুমারের এই পরপর ঘোষণাগুলি ভোটের মুখে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখার লড়াইয়ে এবার আর কোনও ফাঁক রাখতে চাইছেন না তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts