Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভোটার তালিকায় বড়সড় গাফিলতি! বিহারে নিখোঁজ ৩৬.৮৬ লক্ষ ভোটার—কোথায় গেলেন এরা?
দেশ

ভোটার তালিকায় বড়সড় গাফিলতি! বিহারে নিখোঁজ ৩৬.৮৬ লক্ষ ভোটার—কোথায় গেলেন এরা?

fake voter cards
Email :1

বিহারে (Bihar) বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR)-এর মধ্যেই বড়সড় বিস্ফোরক তথ্য সামনে আনল ভারতীয় নির্বাচন কমিশন (ECI)। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ৭ কোটি ৯০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩৬.৮৬ লক্ষ ভোটারকে তাঁদের নথিভুক্ত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি (Bihar)। এই পরিসংখ্যান ভোটার তালিকার বিশাল গাফিলতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমিশনের দাবি, এই ৩৬.৮৬ লক্ষ ভোটারের মধ্যে ১২.৭১ লক্ষ ভোটার হয়তো মৃত, যাঁরা তালিকায় থেকে গিয়েছেন (Bihar)। প্রায় ১৮.১৬ লক্ষ ভোটার স্থায়ীভাবে রাজ্য ছেড়েছেন, অর্থাৎ তাঁরা অন্যত্র চলে গিয়েছেন। এছাড়াও, ৫.৯২ লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করেছেন এবং প্রায় ৬,৯৭৮ জনকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না (Bihar)।

নির্বাচন কমিশনের মতে, তারা ইতিমধ্যেই ৭.১১ কোটি ফর্ম সংগ্রহ করেছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ৯০ শতাংশ। বাকি ৫ শতাংশ অর্থাৎ ৪১.১০ লক্ষ ফর্ম সংগ্রহের কাজ এখনো চলছে। সূত্রের খবর, গত সপ্তাহে এই সংখ্যাটি ছিল ৩৫.৬৯ লক্ষ, যা এখন বেড়ে ৩৬.৮৬ লক্ষে পৌঁছেছে। অর্থাৎ, ভোটারদের নিরুদ্দেশ হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।

এই তালিকাভুক্ত ‘নিখোঁজ’ ভোটারদের খোঁজে নামানো হয়েছে ১.৫ লক্ষ বুথ স্তরের এজেন্ট (Booth Level Agents বা BLA)। তারা প্রতিদিন ৫০টি করে ফর্ম যাচাই করে কমিশনে জমা দিতে পারবেন। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলোর জেলা সভাপতিদের সাথেও এই তথ্য শেয়ার করা হবে, যাতে ২৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত তথ্য জানা যায়।

কমিশন জানিয়েছে, ১ আগস্ট প্রকাশিত হবে বিহারের খসড়া ভোটার তালিকা। এরপর এক মাসের সময় দেওয়া হবে সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে, যাতে কেউ ভুল শনাক্ত করতে পারে বা নতুন নাম যুক্ত করার আবেদন জানাতে পারে। খসড়া তালিকার প্রিন্টেড ও ডিজিটাল কপি রাজনৈতিক দলগুলোকে বিনামূল্যে দেওয়া হবে এবং ECI-র ওয়েবসাইটেও তা আপলোড করা হবে।

নির্বাচন কমিশনের বক্তব্য, এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য একটাই—”একজনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts