দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলাভাষীদের (Bengali People) উচ্ছেদের উপর স্থগিতাদেশ জারি করল পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এই রায়ের কথা জানিয়ে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলে একটি টুইট করে জানায়, বাংলাভাষী (Bengali People) ভারতীয়দের জন্য এই রায় এক বড় সাফল্য এবং ন্যায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার সন্নিকটে অবস্থিত জয়হিন্দ কলোনিতে বহু বছর ধরে বাস করে আসছেন মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে আগত পরিবারগুলি (Bengali People)। সম্প্রতি এই কলোনিতে থাকা বাংলাভাষীদের বিরুদ্ধে ‘বিদেশি’ সন্দেহে হেনস্থার অভিযোগ ওঠে। তাঁদের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের লক্ষ্যবস্তু করা হচ্ছিল (Bengali People)। এমনকি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
এই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস। দলের প্রতিনিধি দল জয়হিন্দ কলোনিতে যান এবং সেখানকার বাংলাভাষীদের (Bengali People) সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদলে ছিলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং দলের মুখপাত্র সাকেত গোখলে। তাঁরা সেখানে গিয়ে ২৪ ঘণ্টার ধরনায় বসেন, দিল্লি পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন।
তাঁদের দাবি, কয়েক মাস আগে ওই কলোনিতে দিল্লি পুলিশ পরিচয়পত্র যাচাই করে, কিন্তু কারও বিরুদ্ধে কোনও বেআইনি নাগরিকত্ব বা বাংলাদেশি-রোহিঙ্গা সংযোগের প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও বাংলাভাষীদের টার্গেট করা হয়েছিল বলেই অভিযোগ ওঠে।
এই প্রেক্ষিতেই পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে আপাতত উচ্ছেদ বন্ধ থাকছে। এই রায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলে লিখেছে, “ন্যায়ের পথে লড়াইয়ে এই স্থগিতাদেশ এক বড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাভাষী ভারতীয়দের অধিকারের জন্য লড়াই চলবেই।”
এই রায়ের পর কেন্দ্র এবং বিজেপিকে নিশানা করে তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “বাংলা ও বাংলাভাষীদের বারবার টার্গেট করা হচ্ছে। কেন্দ্র ও বিজেপি এই ষড়যন্ত্রে সফল হবে না। এই রায় প্রমাণ করে, আইন ও সংবিধান এখনও মানুষের পাশে রয়েছে।”