Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ঝগড়ার মাঝেই মাকে বেধড়়ক মারধর! প্রাণগেল বৃদ্ধার
দেশ

ঝগড়ার মাঝেই মাকে বেধড়়ক মারধর! প্রাণগেল বৃদ্ধার

dead body m
Email :4

বেলেঘাটায় চাঞ্চল্যকর ঘটনা। মায়ের উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে, আর সেই নির্যাতনের জেরেই মৃত্যু হল মায়ের (Beleghata)। মৃতার নাম নন্দিতা বসু, বয়স ৬৫ বছর। অভিযুক্ত ছেলে মৈনাক বসু, বয়স ৩৫। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Beleghata)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কবি সুকান্ত সরণির একটি বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন নন্দিতা দেবী। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখেন, তাঁর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং শরীর ঠান্ডা হয়ে গিয়েছে (Beleghata)। তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়। তদন্তে উঠে এসেছে, মা-ছেলের মধ্যে ঝগড়া বাঁধে, আর সেই সময় মৈনাক মাকে মারধর করেন। সেই আঘাতেই মৃত্যু হয় নন্দিতা বসুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন (Beleghata)। নন্দিতা দেবী তাঁর ছেলেকে নিয়ে ওই দুইতলা বাড়ির উপরের তলায় থাকতেন। নিচতলায় ভাড়াটিয়ারা থাকেন। ভাড়াটিয়া আরতি জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ উপরের তলায় লাউডস্পিকারে গান বাজছিল। শব্দের কারণে তিনি অন্য কিছু শোনেননি। পরে কখন গান বন্ধ হয়েছে, তাও তিনি জানেন না। ফলে প্রশ্ন উঠছে, বৃদ্ধাকে হয়তো শুক্রবার রাতেই মারধর করা হয়েছিল কি না।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ছেলে নিজের মাকে এত নির্মমভাবে মারধর করল, সেই কারণ খুঁজে দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts