বৃহস্পতিবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাংলাদেশি রাষ্ট্রদূত (Bangladesh) রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার কথা থাকলেও সেই অনুষ্ঠান শেষমেশ স্থগিত হয়ে গেল। হঠাৎ এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।
সূত্রের খবর, গত ৭ এপ্রিল রিয়াজ হামিদুল্লাহ (Bangladesh) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেন। তিনি এর আগে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। সব প্রস্তুতি শেষ হয়ে যাওয়ার পরেও আচমকাই ঢাকার (Bangladesh) পক্ষ থেকে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াকিবহাল মহলের দাবি, শুধু ভারতে নয়— আরও কয়েকটি দেশেও রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশের পূর্বনির্ধারিত অনুষ্ঠান একযোগে স্থগিত করেছে ঢাকা। এর পেছনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ঢাকার কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে, যার নেতৃত্বে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন। তাদের দাবি, নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
এই অভ্যন্তরীণ টালমাটালের প্রভাব কি আন্তর্জাতিক কূটনীতিতেও পড়ছে? এ নিয়েই এখন সরগরম বিশ্লেষক মহল।