চারধাম যাত্রার ধারাবাহিকতায় কেদারনাথের পর আজ শুভ সূচনা হলো বদ্রীনাথ ধামের (Badrinath Temple)। আজ থেকেই খুলে গেল বদ্রীনাথ মন্দিরের (Badrinath Temple) পবিত্র দরজা। ভোরবেলা ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলস ব্যান্ডের সুর (Badrinath Temple), উলুধ্বনি ও জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর (Badrinath Temple)। পুণ্যার্থীদের স্বাগত জানানো হয় পুষ্পবৃষ্টির মাধ্যমে (Badrinath Temple)।
প্রায় ৪০ কুইন্টাল ফুল দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে বদ্রীনাথ মন্দির। প্রথম পূজা দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ বছর বদ্রীনাথ ধামে এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থী দর্শনে এসেছেন।
অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা। এর অংশ হিসেবে ইতিমধ্যেই খুলে গেছে কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজাও। যাত্রাপথের ক্রম অনুযায়ী, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করেই শেষ হয় এই পবিত্র যাত্রা।
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই চারধাম তীর্থযাত্রায় অংশ নিয়ে পরম আস্থা ও ভক্তিভরে দেবদর্শন করেন। এই বছরও তীর্থযাত্রায় উপস্থিত মানুষের সংখ্যা ও উৎসাহ আগের বছরের তুলনায় অনেক বেশি বলেই জানিয়েছে প্রশাসন।