Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘জাতি-মাটি-ভেটি’ বাঁচাতে অস্ত্র হাতে আসামি ভূমিপুত্র! লাইসেন্স দেবে সরকার
দেশ

‘জাতি-মাটি-ভেটি’ বাঁচাতে অস্ত্র হাতে আসামি ভূমিপুত্র! লাইসেন্স দেবে সরকার

himanta biswa Sharma
Email :102

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam) বুধবার ঘোষণা করেছেন, সংখ্যালঘু-অধ্যুষিত এবং সংবেদনশীল এলাকাগুলিতে বসবাসকারী মূল বাসিন্দা ও ভূমিপুত্রদের অস্ত্র লাইসেন্স দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। রাজ্য (Assam) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী (Assam) জানান, বহুদিন ধরেই এই ধরনের অঞ্চলে বসবাসকারী স্থানীয় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে এবং তাঁরা অস্ত্রের লাইসেন্সের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী (Assam) বলেন, “আসাম এক সংবেদনশীল রাজ্য। কিছু জেলায় আমাদের স্থানীয় মানুষ সংখ্যালঘু হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মূল অধিবাসী ও ভূমিপুত্রদের অস্ত্র লাইসেন্স দেওয়া হবে যাতে তাঁরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন।”

তিনি আরও জানান, আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে এবং তাঁদের কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় নমনীয়তা দেখানো হবে।

ধুবড়ি, বরপেটা, মরিগাঁও, নগাঁও ও দক্ষিণ সালমারা-মানকাচার — এই জেলার কিছু অংশে এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম ‘এক্স’-এও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “আমাদের জাতি, মাটি ও ভেটিকে রক্ষা করার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। সংবেদনশীল এলাকায় বসবাসকারী ভূমিপুত্র ও আসলের বাসিন্দাদের অস্ত্র লাইসেন্স প্রদান করা হবে যাতে তাঁরা অবৈধ হুমকির মোকাবিলা করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts