Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Asaduddin Owaisi: পাকিস্তানের মুখোশ খুলতে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন ওয়াইসি! ‘অপারেশন সিঁদুর’-এ মোদির পাশে দাঁড়ালেন AIMIM প্রধান
দেশ

Asaduddin Owaisi: পাকিস্তানের মুখোশ খুলতে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন ওয়াইসি! ‘অপারেশন সিঁদুর’-এ মোদির পাশে দাঁড়ালেন AIMIM প্রধান

Email :10

বহু জল্পনার অবসান ঘটিয়ে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) নিশ্চিত করলেন যে তিনি কেন্দ্রীয় সরকারের গঠিত সর্বদলীয় আন্তর্জাতিক প্রতিনিধি দলে যোগ দিচ্ছেন। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে সন্ত্রাসবাদ ধ্বংসে ভারতের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এই দলের প্রধান উদ্দেশ্য (Asaduddin Owaisi)।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইসি (Asaduddin Owaisi) বলেন, “পাকিস্তান-প্রসূত সন্ত্রাসের শিকার হয়েছে ভারত। জিয়াউল হকের সময় থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন সময় এসেছে, বিশ্বকে ভারতের কথা শোনানোর।” পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন ওয়াইসি
ওয়াইসি জানান, “কান্দাহার প্লেন হাইজ্যাক, ২৬/১১ মুম্বই হামলা, সংসদে হামলা, উরি, পাঠানকোট, রেয়াসি ও পাহেলগামের পর্যটক হত্যা — এ সবই মানবতার বিরুদ্ধে অপরাধ। পাকিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত এই সন্ত্রাসবাদ আমাদের দেশকে বারবার আঘাত করেছে। এখন আমাদের পালা, বিশ্বকে সত্য বলার।”

তিনি আরও বলেন, “পাকিস্তান নিজেকে ইসলামী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু ভারতেও প্রায় ২০ কোটি মুসলিম আছে, যারা শান্তিতে বসবাস করছে। এ কথাও বিশ্বকে বলা দরকার।”

কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া হামলার প্রেক্ষিতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। সেই অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ওয়াইসি জানান,
“এই অভিযান বিশ্বের সামনে তুলে ধরা হবে। আমাদের দল আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অবস্থান তুলে ধরবে। এর আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালনের চেষ্টা করব।”

ওয়াইসি জানিয়েছেন, “আমার দলটি নেতৃত্ব দেবেন আমার ‘ভালো বন্ধু’ বিজয়ন্ত জয় পাণ্ডা। এই দলে থাকবেন নিশিকান্ত দুবে, ফ্যাংনন কোন্যাক, রেখা শর্মা, সৎনাম সিং সন্দু ও গুলাম নবি আজাদ। আমরা সম্ভবত যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি এবং ডেনমার্কে যাব।” এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিজেপি বিরোধী ইমেজের ওয়াইসি এবার মোদি সরকারের সর্বদলীয় অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বে প্রচার করবেন—এ যেন অভাবনীয় মোড়। অনেকে বলছেন—“যদি AIMIM-ও ‘অপারেশন সিঁদুর’-এর পাশে দাঁড়ায়, তবে পাকিস্তানের সামনে সত্যিই বড় বিপদ!”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts