অত্যাধিক পার্টি, বিল বাকি, ঘরে বিদ্যুৎ নেই—শেষমেশ অপরাধের পথেই হাঁটলেন চার যুবক। কানপুরে এক ব্যবসায়ীকে লুট করার অভিযোগে গ্রেফতার হয়েছে চারজন, যাদের মধ্যে রয়েছেন দু’জন জাতীয় স্তরের ক্রীড়াবিদ (Arrested)। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের ক্রীড়া মহলে (Arrested)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া চারজন একটি ভাড়া ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। অত্যাধিক বিলাসবহুল জীবনযাপন, নিয়মিত পার্টি ও খরচ সামলাতে না পারায় বহুদিন ধরেই তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল (Arrested)। ভাড়া এবং বাকি বিলের চাপ সামলাতে না পেরে, শেষ পর্যন্ত তারা অপরাধের পথ বেছে নেয় বলে জানায় পুলিশ (Arrested)।
এই দলের মাথা বলে অভিযুক্ত দীনেশ যাদব। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। তিনিই পরিকল্পনা করেন ব্যবসায়ীকে টার্গেট করার (Arrested)। ১১ জুলাই, দিল্লি থেকে কানপুরের রাওয়াতপুর স্টেশনে আসেন শিবলি এলাকার ব্যবসায়ী সংকেত ত্রিপাঠী। স্টেশন থেকে বেরোতেই একটি পার্ক করা ওয়াগন-আর গাড়িতে থাকা অভিযুক্তরা তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ীকে ভয় দেখিয়ে লুট করা হয়। পরে তাঁকে রাস্তায় ফেলে রেখে পালায় অভিযুক্তরা। তবে তদন্তে নেমে দ্রুতই চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
যাদের ধরা হয়েছে, তাদের মধ্যে অন্যতম উত্তকর্ষ—একজন জাতীয় স্তরের হকি খেলোয়াড়, এবং শ্রেয়াংশ সিং—একজন জাতীয় স্তরের হ্যান্ডবল খেলোয়াড়। দু’জনই কানপুর বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিলেন। অপরাধ জগতে এই দুই খেলোয়াড়ের নাম জড়ানোয় হতবাক ক্রীড়া মহল।
অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (ADCP) কপিল দেব সিং জানিয়েছেন, অভিযুক্তরা মিথ্যে পরিচয়ে ব্যবসায়ীকে গাড়িতে তোলে এবং পরিকল্পনা মাফিক লুট চালায়। পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশের দাবি, আর কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।