আর্থিক প্রতারণার অভিযোগে এবার সরাসরি তলব করা হল দেশের প্রখ্যাত শিল্পপতি অনিল অম্বানীকে (Anil Ambani)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে আগামী ৫ অগস্ট নয়া দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে (Anil Ambani)। সূত্রের খবর, ৩ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে জেরা করবে তদন্তকারী সংস্থা।
গত ২৪ জুলাই থেকে অনিল অম্বানীর (Anil Ambani) বিভিন্ন অফিস ও সংস্থার ওপর একের পর এক তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সূত্রের দাবি, ইয়েস ব্যাঙ্ক থেকে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেআইনিভাবে ৩০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয় অনিল অম্বানী গ্রুপ অব কোম্পানিজের তরফে (Anil Ambani) । সেই অর্থের বড় অংশ পরে বিভিন্ন শেল কোম্পানিতে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, লোন মঞ্জুর হওয়ার আগেই ব্যাঙ্কের প্রোমোটারদের হাতে মোটা অঙ্কের টাকা পৌঁছয় বলেও অভিযোগ।
এই ঘটনায় ইতিমধ্যেই PMLA (Prevention of Money Laundering Act) আইনের অধীনে ৫০টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। তল্লাশি হয়েছে অনিল অম্বানী গ্রুপের একাধিক এক্সিকিউটিভ (Anil Ambani) এবং ২৫ জন শীর্ষ কর্তাদের বাড়ি ও দফতরে।
ইডি সূত্রে আরও জানা গেছে, এই ঋণের আবেদনের সময় অম্বানী এবং ইয়েস ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে সরাসরি ৩০০০ কোটি টাকার একাধিক আর্থিক লেনদেন হয়েছে, যার কোনও সঠিক নথি নেই।
এই মুহূর্তে শিল্পপতি অনিল অম্বানীকে জিজ্ঞাসাবাদ করে এই আর্থিক দুর্নীতির পেছনের ষড়যন্ত্র ও গোপন যোগসূত্র সামনে আনতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।00