Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পাকিস্তানের ভোটার আইডি, ব্যাগে ‘পাক চকোলেট’! পহেলগাঁও হামলাকারীদের আসল পরিচয় ফাঁস করলেন অমিত শাহ!
দেশ

পাকিস্তানের ভোটার আইডি, ব্যাগে ‘পাক চকোলেট’! পহেলগাঁও হামলাকারীদের আসল পরিচয় ফাঁস করলেন অমিত শাহ!

pahalgam terrorists
Email :17

পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের পরিচয় নিয়ে যখন সংসদে উঠেছে প্রশ্ন, তখন তীব্র ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে তিনি (Amit Shah) জানান, সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ নিরাপত্তাবাহিনীর হাতে নিহত তিনজন জঙ্গি প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক, এবং তারাই ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলার মূল অভিযুক্ত।

অমিত শাহ (Amit Shah) স্পষ্ট ভাষায় বলেন, ভারত সরকারের কাছে এই তিন জঙ্গির পাকিস্তানি পরিচয়ের ‘অপ disputable’ প্রমাণ রয়েছে। দুই জঙ্গির কাছ থেকে পাকিস্তানি ভোটার আইডেন্টিটি নম্বর উদ্ধার করা হয়েছে, এমনকি তাঁদের ব্যাগে পাওয়া গেছে পাকিস্তানে তৈরি চকোলেট! স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “আর কী প্রমাণ দরকার? ওরা পাকিস্তান থেকেই এসেছিল— এই তথ্য অখণ্ডভাবে প্রমাণিত।”

এর আগে কংগ্রেস নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম প্রশ্ন তুলেছিলেন এই জঙ্গিদের উৎস নিয়ে। তিনি বলেছিলেন, “সরকার কি নিশ্চিতভাবে বলতে পারে এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে? প্রমাণ কী? হতে তো পারে তারা ঘরোয়া জঙ্গি। সরকার বারবার ধরে নিচ্ছে তারা পাকিস্তানি— সেটা তো প্রমাণিত নয়।”

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে অমিত শাহ (Amit Shah) বলেন, “চিদম্বরমজির প্রশ্ন শুনে অবাক হয়েছি। আমরা যখন পরিষ্কার প্রমাণ পেশ করেছি, তখন তিনি কেন পাকিস্তানকে আড়াল করতে চাইছেন? কী লাভ তাঁর এতে? তিনি তো যেন পাকিস্তানকে ক্লিনচিট দিয়ে দিচ্ছেন!”

শাহ আরও বলেন, “হ্যাঁ, আমরাই সরকারে আছি, তাই দায়ও আমাদের। কিন্তু যারা ২২ এপ্রিলের হামলায় নিরীহ মানুষদের হত্যা করেছিল, তাদেরকে শেষ করা হয়েছে— এটা কি প্রশংসনীয় নয়? অথচ বিরোধীরা খুশি নয়। কেন?”

তিনি জানান, অপারেশন মহাদেবের পর মৃত জঙ্গিদের বন্দুক পরীক্ষা করে দেখা হয়। তাতে পাওয়া যায়, পহেলগাঁও হামলার সময় ব্যবহৃত একই ধরনের গুলি ও অস্ত্র ছিল তাদের কাছেই। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ইতিমধ্যেই যেসব ব্যক্তিরা এই জঙ্গিদের আশ্রয় দিয়েছিল তাদের গ্রেফতার করেছে। জঙ্গিদের দেহ শনাক্ত করেছেন সেই ব্যক্তিরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts