পশ্চিমবঙ্গের রাজনীতি ফের গরম হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মন্তব্যে। বিহারের পটনায় এবিপি নিউজের কনক্লেভে অংশ নিয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পাতা আছে।” তাঁর দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে, তাই প্রশাসনের নির্দেশেই তাঁদের স্বাগত জানানো হয়।
অমিত শাহ (Amit Shah) বলেন, “গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না কারণ সেখানে বিজেপি সরকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্কের জন্য লাল কার্পেটে স্বাগত জানানো হয়।”
তিনি (Amit Shah) আরও যোগ করেন, “যে কোনও গ্রামে ২৫ জন নতুন লোক এলে পাটওয়াড়ি বা পুলিশ স্টেশনকে তো জানতেই হয়। তবুও প্রশাসন চুপ থাকে কারণ তাদের বলা আছে— এদের ভোটে লাগবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে অমিত শাহ (Amit Shah) বলেন, “মমতা ভাবেন তিনি সংবিধানের ঊর্ধ্বে। তিনি সবকিছু নিজের মতো চালাতে চান। কিন্তু বিজেপি সরকার এলে আমরা সংবিধানের মধ্যে থেকেই বাংলাকে অনুপ্রবেশমুক্ত করব।”
তিনি আরও বলেন, “কেন গুজরাট বা রাজস্থান থেকে কেউ অনুপ্রবেশ করে না? কারণ সেখানে বিজেপি সরকার। আর অসমেও এখন অনুপ্রবেশ বন্ধ হয়েছে। তাই আমি বাংলার মানুষকে বলব— যদি অনুপ্রবেশ বন্ধ করতে চান, তাহলে দিদির সরকার ফেলে দিন। বিজেপি সরকার এলে আমরাই দেখাব কীভাবে রাজ্যকে অনুপ্রবেশমুক্ত করা যায়।”
সীমান্ত সুরক্ষা নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবেও শাহ বলেন, “বাংলাদেশ বা কাশ্মীরের সীমান্ত পাটনার সোজা রাস্তা নয়। সেখানে বড় বড় নদী, পাহাড়, ঘন জঙ্গল— অনেক জায়গায় কাঁটাতার লাগানো সম্ভব নয়। বর্ষায় গঙ্গার স্রোত এত প্রবল থাকে যে নজরদারি নৌকাও টিকে থাকতে পারে না। দিল্লিতে বসে সমালোচনা করা সহজ, কিন্তু সীমান্তে গিয়ে একবার দেখুন।”
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড প্রশাসন ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ রুখতে চায় না। তাঁদের লক্ষ্য শুধু ভোটব্যাঙ্ক তৈরি করা।
আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই দিকেই তাকিয়ে বিজেপি নেতা স্পষ্ট বার্তা দিলেন, “মমতা সরকার চলে গেলে বাংলাকে আমরা অনুপ্রবেশমুক্ত করব।”
মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে বলেন, তিনি রাজ্যে সেই প্রক্রিয়া হতে দেবেন না। এই প্রসঙ্গ টেনে শাহ বলেন, “ওঁ (মমতা) এইসব বলেন কারণ নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন। আমরা কিন্তু সংবিধানের চার দেওয়ালের মধ্যেই কাজ করি।”
পটনার মঞ্চ থেকে অমিত শাহর এই মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন। তৃণমূলের তরফে পাল্টা প্রতিক্রিয়া আসার অপেক্ষা এখন শুধু সময়ের।