টানা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা (Amarnath Yatra)। তার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। পাহাড় থেকে ধসে নামছে পাথর ও কাদা। তার মাঝেই এক মহিলা পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত তিনজন (Amarnath Yatra)।
বুধবার জম্মুর গান্দেরবাল জেলার বালতাল রুটে টানা বৃষ্টির জেরে ধস নামে। এই রুটটি অমরনাথ যাত্রার (Amarnath Yatra) অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যার দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। যদিও রাস্তাটি তুলনায় ছোট, কিন্তু তা অত্যন্ত খাড়া ও বিপজ্জনক। ধস নামার সময় একাধিক পাথর গড়িয়ে এসে পুণ্যার্থীদের উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। অন্য তিনজন গুরুতর জখম হন (Amarnath Yatra)।
এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বালতাল রুটে পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জলে, পাথরে ও কাদায় ভেসে যাচ্ছে রাস্তা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, বহু পর্যটক বিপদে পড়েছেন। কেউ কাদার তোড়ে পড়ে যাচ্ছেন, কেউবা পাশের রেলিং ধরে প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন।
এ পর্যন্ত প্রায় ২ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন সেরে ফেলেছেন। যাত্রা শুরু হয়েছিল ৩ জুলাই এবং শেষ হওয়ার কথা ছিল ৯ অগস্ট। তবে আবহাওয়ার এই খারাপ পরিস্থিতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু থেকে সমস্ত যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।
উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী) এবং এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী)। বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে শুরু হয়েছে রাস্তা পরিষ্কার ও মেরামতির কাজ। আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না রাস্তা ঠিকভাবে সংস্কার করা যাচ্ছে, ততক্ষণ এই যাত্রা আর চালু করা যাবে না।
পাহাড়ি অঞ্চলের এই প্রাকৃতিক দুর্যোগ বারবারই প্রমাণ করে দেয়, প্রকৃতির সামনে মানুষ কতটাই ক্ষুদ্র। পুণ্যার্থীদের জীবন সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন। এখন প্রশ্ন, পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে?