Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তীর্থের পথে টানটান প্রস্তুতি, মোতায়েন সেনা-কুকুর-ড্রোন! এবার অমরনাথ যাত্রা অন্যরকম
দেশ

তীর্থের পথে টানটান প্রস্তুতি, মোতায়েন সেনা-কুকুর-ড্রোন! এবার অমরনাথ যাত্রা অন্যরকম

amar nath yatra
Email :1

মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বার্ষিক শ্রী অমরনাথ যাত্রা। তার আগে জম্মু-কাশ্মীর জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ। গত দু’মাস আগে পহেলগাঁও হামলায় পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর এই বছর যাত্রাকে ঘিরে উদ্বেগ অনেকটাই বেশি (Amarnath Yatra)।

এবছর ৩৮ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা। জুলাই ৩ তারিখ থেকে শুরু হচ্ছে এই তীর্থযাত্রা, যেখানে ভক্তরা পৌঁছাবেন ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরে (Amarnath Yatra)। এই যাত্রা হবে দুটি রুট ধরে — ঐতিহ্যবাহী ৪৮ কিমি দীর্ঘ নুনওয়ান-পাহেলগাঁও রুট (অনন্তনাগ জেলা) এবং অপেক্ষাকৃত ছোট কিন্তু দুর্গম ১৪ কিমি দীর্ঘ বালতাল রুট (গান্দারবল জেলা)।

২ জুলাই জম্মুর ভাগবতী নগর বেস ক্যাম্প থেকে প্রথম দলটি রওনা দেবে কাশ্মীরের উদ্দেশ্যে (Amarnath Yatra) । তার আগেই সোমবার যৌথ মহড়া চালালো সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে চালানো এই মহড়ায় ভূমিকম্প বা ধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে তীর্থযাত্রীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ পৌঁছে দেওয়া হবে তা অনুশীলন করা হয় (Amarnath Yatra)।

এই মহড়ার সময় পুরো নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বাস পাঠানো হয়। মহড়ায় উঠে এসেছে বাহিনীগুলির মধ্যে সমন্বয়ের দক্ষতা এবং জরুরি পরিস্থিতিতে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

তীর্থযাত্রাকে নিশানা করতে না পারে জঙ্গিরা — তা নিশ্চিত করতেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। সিআরপিএফ মোতায়েন করেছে কুকুর স্কোয়াড, যারা সন্ত্রাস ও বিস্ফোরকের হদিশ দিতে পারদর্শী। পাশাপাশি পাহেলগাঁও রুটে বসানো হয়েছে ফেস রিকগনিশন সিস্টেম (FRS), যা নজরদারি ক্যামেরার মাধ্যমে কোনও সন্দেহভাজন বা তালিকাভুক্ত অপরাধীকে দেখলেই রিয়েল-টাইমে নিরাপত্তাবাহিনীকে সতর্ক করতে পারে।

রাজ্যপাল মনোজ সিনহা ইতিমধ্যেই এই যাত্রা নিয়ে দুটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন — একটি রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে এবং অন্যটি সিভিল সোসাইটি প্রতিনিধিদের সঙ্গে, যেখানে প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts