Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গজওয়া-ই-হিন্দের ছক? তিন রাজ্যে একযোগে হানা, আল কায়দার চার জঙ্গি গ্রেফতার—ভারতে জেহাদ কায়েমের চেষ্টা?
দেশ

গজওয়া-ই-হিন্দের ছক? তিন রাজ্যে একযোগে হানা, আল কায়দার চার জঙ্গি গ্রেফতার—ভারতে জেহাদ কায়েমের চেষ্টা?

al qeada
Email :2

দেশজুড়ে ফের জঙ্গি আতঙ্ক! গুজরাট, দিল্লি ও উত্তরপ্রদেশের বুকে একযোগে চালানো তল্লাশিতে গুজরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) গ্রেফতার করল চার যুবককে (Al Qaeda)। অভিযোগ, এরা সক্রিয়ভাবে কাজ করছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা (Al Qaeda) ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর হয়ে। এই ঘটনায় গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে—তবে কি আবারও বড়সড় জঙ্গি হামলার ছক কষছে মৌলবাদীরা? দেশে কি আবার জেহাদ কায়েমের ছায়া?

ধৃতদের নাম (Al Qaeda)—মহম্মদ ফাইক, মহম্মদ ফারদিন, সেফুল্লাহ কুরেশি এবং জিশান আলি। প্রত্যেকেই ২০ থেকে ২৫ বছর বয়সি এবং ভারতের নাগরিক। চারজনের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে গুজরাট থেকে, বাকি দু’জন ধরা পড়ে নয়ডা এবং দিল্লিতে। তদন্তকারীরা মনে করছেন, এই চার যুবক কয়েক মাস ধরেই ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল (Al Qaeda) এবং তাদের সঙ্গে পাকিস্তানভিত্তিক কিছু জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের প্রমাণও মিলেছে।

পুলিশি তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল ভারতে ‘গজওয়া-ই-হিন্দ’ স্থাপন করা। এই ভয়াবহ মৌলবাদী মতবাদটির অর্থ হল—একটি ইসলামিক ভারত, যেখানে গণতন্ত্র নয়, চলবে একমাত্র শরিয়তি আইন। এই মতাদর্শকে সামনে রেখেই যুব সমাজকে মগজধোলাইয়ের মাধ্যমে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছিল।

গুজরাট পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর বুধবার একযোগে অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল প্রমাণও উদ্ধার হয়েছে। তাদের মোবাইল ফোন ও ল্যাপটপ এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা দাবি করেছেন, ধৃতদের বেশ কিছু বিদেশি অ্যাপের মাধ্যমে মৌলবাদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং তাদের নিশানা ছিল ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনা।

উল্লেখ্য, এই প্রথম নয়—গত দু’বছর ধরেই আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি। কিন্তু এত পরিকল্পিতভাবে তিনটি রাজ্যে ছড়িয়ে থাকা জঙ্গিদের একযোগে গ্রেফতারির ঘটনা এই প্রথম।

তদন্তে উঠে আসছে আরও বিস্ফোরক তথ্য—এই চক্র শুধু নাশকতা নয়, ভারতীয় মুসলিম যুবকদের ধীরে ধীরে ধর্মীয় মৌলবাদে টেনে এনে জেহাদের পথে নামানোর চেষ্টা চালাচ্ছিল। ‘গজওয়া-ই-হিন্দ’ স্থাপনই ছিল তাদের শেষ লক্ষ্য, যাতে গণতান্ত্রিক ভারতের ভিত নড়িয়ে দেওয়া যায়।

এই চার ধৃতের সঙ্গে দেশের আরও কোথায় কোথায় নেটওয়ার্ক বিস্তার হয়েছে, তাদের সঙ্গে বিদেশি মদতের যোগ রয়েছে কি না, কিংবা ভবিষ্যতে আরও কেউ হামলার ছক কষছে কি না—তা খতিয়ে দেখতে তদন্তে নামানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকেও। দেশবাসীকে সতর্ক থাকার আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts