Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Air Force Pilot: আল জাজিরার মিথ্যাচার ফাঁস! মহিলা পাইলট আটক নিয়ে এবার সত্য় প্রকাশ্যে আনল পাকিস্তান
দেশ

Air Force Pilot: আল জাজিরার মিথ্যাচার ফাঁস! মহিলা পাইলট আটক নিয়ে এবার সত্য় প্রকাশ্যে আনল পাকিস্তান

Email :3

পাকিস্তানের মিথ্যা দাবি ও লজ্জাজনক বিভ্রান্তি যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে (Air Force Pilot)। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি ভুয়া খবর ছড়িয়ে দেয়—যেখানে বলা হয়, পাকিস্তান নাকি একজন ভারতীয় বিমানবাহিনীর পাইলটকে আটক করেছে (Air Force Pilot)।।

৯ মে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী একজন ভারতীয় মহিলা পাইলট (Air Force Pilot), স্কোয়াড্রন লিডার শিবানী সিংহকে আটক করেছে। দাবি করা হয়, তিনি একটি রাফাল যুদ্ধবিমান চালাচ্ছিলেন, যেটি পাকিস্তানি বাহিনী গুলি করে নামায়। কিন্তু এই দাবি ছিল পুরোপুরি ভিত্তিহীন—কোনো ছবি, ভিডিও বা প্রমাণ দেখানো হয়নি।

এই ভুয়া খবর পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ১১ মে, পাকিস্তানের সামরিক মুখপাত্র (DG ISPR) আহমেদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন—পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই। তিনি বলেন, “এই খবরগুলো শুধু সোশ্যাল মিডিয়ার গুজব। এগুলো ভুয়া সংবাদ এবং বিভ্রান্তি।”

এর আগেই ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) টুইট করে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করে। PIB লিখেছে,
“ভারতীয় মহিলা পাইলট পাকিস্তানে আটক হয়েছেন”—এই দাবি পুরোপুরি ভুয়া! স্কোয়াড্রন লিডার শিবানী সিংহ সুস্থভাবে নিজের বেসে কর্মরত আছেন।

এছাড়া, সাংবাদিক শিভ অরুর ১১ মে জানান, তিনি সরাসরি স্কোয়াড্রন লিডার শিবানী সিংহের সঙ্গে কথা বলেছেন এবং তিনি একেবারে নিরাপদে নিজের কাজে নিয়োজিত আছেন।

এই ঘটনা ফের প্রমাণ করল—পাকিস্তান ও কিছু আন্তর্জাতিক মিডিয়া কিভাবে ভুয়া খবর ছড়িয়ে তথ্যযুদ্ধ চালায়, যার কোনো বাস্তব ভিত্তি থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts