বুধবার সকালে পুণের বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের (Plane Crash)। ফ্লাইট ট্র্যাকিং সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে বারামতীর উদ্দেশে রওনা দেয় তাঁর প্রাইভেট লিয়ারজেট ৪৫ বিমানটি। প্রায় ৩৫ মিনিট উড়ানের পর বারামতীর টেবিল টপ রানওয়েতে নামার চেষ্টা করে বিমানটি। প্রথমবার অবতরণে ব্যর্থ হয় পাইলট। এরপর ফের এক চক্কর কেটে দ্বিতীয়বার নামার চেষ্টা করা হয় (Plane Crash)।
এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাঠানো শেষ বার্তায় পাইলট জানান, রানওয়ে স্পষ্ট দেখা যাচ্ছে না (Plane Crash)। রানওয়ে ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানের সঙ্গে এটিসির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে বারামতীতে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল বলে সূত্রের খবর। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর আসে (Plane Crash)।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি বারামতী বিমানবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি পাহাড়ি এলাকার উপর দিয়ে যাওয়ার সময় ADS-B সংকেত পাঠানো বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, বিমানটি ভেঙে পড়েছে। দুর্ঘটনায় পাইলট-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় যিনি বিমান চালাচ্ছিলেন, তিনি ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। মুম্বই থেকে অজিত পওয়ারকে বারামতী নিয়ে যাচ্ছিলেন তিনি। যে লিয়ারজেট ৪৫ বিমানে অজিত পওয়ার যাত্রা করছিলেন, সেটি দিল্লিভিত্তিক নন-সিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সংস্থা ভিএসআর ভেঞ্চার্সের অধীনে ছিল। শাম্ভবী পাঠক ওই সংস্থার ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শাম্ভবী পাঠকের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে পড়াশোনা করেন এবং ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পন্ন করেন। পরে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট একাডেমিতে বাণিজ্যিক পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্স, এভিয়েশন এবং অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাবে সহকারী ফ্লাইং প্রশিক্ষক হিসেবে যোগ দেন শাম্ভবী পাঠক এবং ফ্লাইট ইনস্ট্রাক্টর রেটিং অর্জন করেন। এছাড়াও তিনি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন থেকে ফ্রোজেন এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স পান।
এই দুর্ঘটনায় অজিত পওয়ার ছাড়াও মৃত্যু হয়েছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক বিদিপ যাদব, দুই পাইলট সুমিত কাপুর ও শাম্ভবী পাঠক এবং এক জন বিমান পরিচারিকার। আগামী মাসে পুণে জেলা পরিষদ নির্বাচন ছিল। তার আগে বারামতী ও আশপাশের এলাকায় অজিত পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতেই যাচ্ছিলেন তিনি।












