এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে আবারও তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি। এবার ঘটনাস্থল হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার সকালে এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেসের আন্তর্জাতিক ফ্লাইট IX110 হায়দরাবাদ থেকে রওনা দিয়েছিল থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে। কিন্তু আকাশে ওড়ার ঠিক ৮ মিনিটের মধ্যেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে।
সূত্র অনুযায়ী, বিমানটি হায়দরাবাদ থেকে উড়ানের পরই পাইলট কিছু ত্রুটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে তা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানান। বিষয়টির গুরুত্ব বুঝেই বিমানকে অবিলম্বে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় (Air India)। মাত্র ৮ মিনিটের মাথায় বিমানটি ফিরে আসে হায়দরাবাদ বিমানবন্দরে।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে বিমানটির রওনা হওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির ঘটনায় শুধু বিমানের যাত্রীরা নয়, হায়দরাবাদ এয়ারপোর্টেও মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য (Air India)। তবে সৌভাগ্যবশত, এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানে থাকা সব যাত্রীই নিরাপদে রয়েছেন এবং কারও কোনও শারীরিক ক্ষতি হয়নি।
যদিও এখনো পর্যন্ত ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সে বিষয়ে কোনও বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে ত্রুটি, জরুরি অবতরণ ও নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় প্রশ্ন উঠেছে সংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে আমদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ ঘটনা এখনও দেশের স্মৃতি থেকে মুছে যায়নি। সেই ঘটনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে হায়দরাবাদে ফের এই ধরনের ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করছে যাত্রীদের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, IX110 ফ্লাইটে আসল সমস্যাটি কী ছিল, তা পরিষ্কারভাবে জানানো হলে অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে।