Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিমানে অশ্লীলতা, বিজনেস ক্লাসে সরানো হল যাত্রী! দিল্লিতে নামতেই ধৃত অভিযুক্ত
দেশ

বিমানে অশ্লীলতা, বিজনেস ক্লাসে সরানো হল যাত্রী! দিল্লিতে নামতেই ধৃত অভিযুক্ত

air india plane
Email :10

আজ দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানে মাঝ আকাশে রীতিমতো উত্তেজনাপূর্ণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন এক যাত্রী অন্য এক সহযাত্রীর (Air India) সঙ্গে অশালীন আচরণে জড়িয়ে পড়েন। ঘটনাটি ঘটে অমৃতসর থেকে দিল্লি অভিমুখী এআই৪৫৪ ফ্লাইটে, যখন বিমানটি (Air India) অবতরণের প্রস্তুতি নিচ্ছিল।

এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবালারা লক্ষ্য করেন এক যাত্রী বিমানের আসনে না বসে করিডোরে দাঁড়িয়ে অপর এক যাত্রীর সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত। পরে সেই যাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে গালিগালাজ ও অশালীন আচরণ করেছেন (Air India) ।

পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য অভিযুক্ত যাত্রীর সঙ্গে বিবাদে জড়ানো ব্যক্তিকে বিমানের  বিজনেস ক্লাসে সরিয়ে নিয়ে যাওয়া হয় অবতরণের সময়ের জন্য। এরপর বিমানটি দিল্লিতে পৌঁছনোর পর সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, “আমাদের ক্যাবিন ক্রু দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীর নিরাপত্তা এবং সুষ্ঠু যাত্রা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যেকোনও ধরনের বিশৃঙ্খল ও অনভিপ্রেত আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করি।”

ঘটনার গুরুত্ব অনুধাবন করে পাইলট বিমান অবতরণের আগেই বিষয়টি এয়ারপোর্ট সিকিউরিটি টিমকে জানিয়ে দেন। বিমানটি দিল্লি পৌঁছানোর পর অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

ডিজিসিএ (Directorate General of Civil Aviation)-এর নিয়ম অনুযায়ী, এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হয়, যারা সিদ্ধান্ত নেয় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাকে ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts