Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • নিখোঁজ ৫ ছাত্র, ICU-তে ৩! হোস্টেলের মেসেই থেমে গেল তাঁদের জীবনযুদ্ধ?
দেশ

নিখোঁজ ৫ ছাত্র, ICU-তে ৩! হোস্টেলের মেসেই থেমে গেল তাঁদের জীবনযুদ্ধ?

BJ medcal college mess
Email :31

আহমেদাবাদের মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের উপর বিমান ভেঙে (Ahmedabad Plane crash) পড়ার পর আহত অবস্থায় ৬০ জনকে ভর্তি করা হয়েছে। পাঁচ ছাত্র নিখোঁজ।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহভাবে ভেঙে পড়ে ()। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন — যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক। প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানের সকল যাত্রী ও কর্মীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ahmedabad plane crash
বিধ্বস্ত বিমান

বিমানটি সরাসরি আহমেদাবাদের মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের আন্ডারগ্র্যাজুয়েট হোস্টেলের মেসের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় (Ahmedabad Plane crash) বহু এমবিবিএস ছাত্রছাত্রী মেসে দুপুরের খাবার খাচ্ছিলেন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA)-এর দেওয়া তথ্যে বলা হয়েছে, অন্তত ৫০-৬০ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ৪-৫ জন ছাত্র নিখোঁজ এবং ২-৩ জনকে HDU ও ICU-তে রাখা হয়েছে।

FAIMA জানিয়েছে, “আমরা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। ঘটনাটি আরও ভয়াবহ হয়ে উঠেছে যখন জানা গেছে BJMC হোস্টেলের ওপরই বিমানটি পড়েছে এবং অনেক এমবিবিএস ছাত্র আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সহায়তায় প্রস্তুত।”

FAIMA-র শেয়ার করা ছবিতে (Ahmedabad Plane crash) দেখা যাচ্ছে, বিমানের একটি বড় অংশ হোস্টেল ভবনের মধ্যে আটকে গেছে এবং গোটা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা বিমানের ভেঙে পড়া অংশ সরিয়ে নিচ্ছেন, আর চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নেভাতে ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজে লেগেছে জরুরি পরিষেবা দলগুলো।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts