Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Operation Sindoor: অপারেশনের সিঁদুরের পর বন্ধ করে দেওয়া হল শ্রীনগর বিমানবন্দর! আকাশপথে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ
দেশ

Operation Sindoor: অপারেশনের সিঁদুরের পর বন্ধ করে দেওয়া হল শ্রীনগর বিমানবন্দর! আকাশপথে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ

Email :5

‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) জেরে বুধবার দিনভর বন্ধ থাকছে জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। জানা গেছে, সাময়িকভাবে যাত্রীবাহী সমস্ত উড়ান ওঠানামা বন্ধ রাখা হয়েছে (Operation Sindoor) । বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা ও বেসামরিক বিমান পরিবহন দফতর (Operation Sindoor) ।

সূত্রের খবর, শ্রীনগর ছাড়াও লেহ, ধর্মশালা এবং অমৃতসর-সহ একাধিক বিমানবন্দর এড়িয়ে চলছে বেশ কিছু বেসরকারি বিমান সংস্থা। এসব অঞ্চলে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বাণিজ্যিক উড়ান পরিষেবা।

এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। সেই প্রতিশ্রুতি রূপ নেয় ‘অপারেশন সিঁদুর’-এ। মঙ্গলবার গভীর রাতে ভারতের তরফে চালানো হয় নিশানা-ভিত্তিক প্রতিরোধ। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের, মুরাক্কায় লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। পুরো অভিযানের উপর নজরদারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে।

এই অভিযানের পরই নিরাপত্তার স্বার্থে শ্রীনগর বিমানবন্দরের দায়িত্ব নেয় ভারতীয় বায়ুসেনা। এয়ার ট্রাফিক কন্ট্রোল-সহ আকাশপথের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাও বর্তমানে সেনার হাতে। তবে, কবে আবার স্বাভাবিক হবে শ্রীনগরের বিমান পরিষেবা, সে বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts