Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Chess: শরিয়া আইনের চোখে ‘হারাম’, আফগানিস্তানে নিষিদ্ধ হয়ে গেল দাবা খেলা
দেশ

Chess: শরিয়া আইনের চোখে ‘হারাম’, আফগানিস্তানে নিষিদ্ধ হয়ে গেল দাবা খেলা

Email :2

আবারও বিনোদন ও খেলাধুলায় কঠোর (Chess) বিধিনিষেধ আরোপ করল আফগানিস্তানের তালিবান সরকার। শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগে দেশে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা (Chess) নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান। আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য (Chess) প্রকাশিত হয়েছে।

তালিবান সরকারের পুণ্য প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয় দাবি করেছে, ইসলামী আইনের দৃষ্টিতে দাবা “হারাম”, অর্থাৎ ধর্মবিরোধী। এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তান দাবা ফেডারেশন-কেও ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্থানীয় পত্রিকা।

তালিবান সরকারের ক্রীড়া দফতরের মুখপাত্র আতাল মাশওয়ানি জানান, “দাবা খেলা জুয়ার সঙ্গে যুক্ত এবং ধর্মীয়ভাবে বিতর্কিত। যতক্ষণ না এই বিষয়টি স্পষ্টভাবে সমাধান হচ্ছে, ততক্ষণ দাবা খেলা স্থগিত থাকবে।”

উল্লেখ্য, এর আগেও তালিবান আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট (MMA)-এর মতো ফ্রি ফাইটিং নিষিদ্ধ করেছিল, সেই সময় তারা একে অতিরিক্ত হিংসাত্মক ও শরিয়াহ-বিরোধী বলে উল্লেখ করে।

২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতায় ফিরে আসার পর থেকেই তালিবান সরকার একের পর এক সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করছে। বিশেষ করে নারীদের ক্রীড়া ও জনজীবনে অংশগ্রহণ কার্যত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ধরনের সিদ্ধান্তে আফগান জনগণ ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অনেকেই একে মৌলিক অধিকার হরণ এবং আফগান সমাজকে আরও রুদ্ধ করার প্রচেষ্টা বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts