পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার পর অবশেষে জঙ্গিদের খোঁজ মিলেছে বলে দাবি উঠল কাঠুয়া থেকে (Pahalgam Attack)। শুক্রবার জেলার এক মহিলার বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Pahalgam Attack)। তাঁর কথায়, তিনি হামলায় জড়িত থাকা চার জঙ্গিকে নিজে চোখে দেখেছেন (Pahalgam Attack)। অভিযোগ সামনে আসতেই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিরাট তল্লাশি অভিযান শুরু করেছে (Pahalgam Attack)।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জন নিরীহকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার পর থেকেই চার অভিযুক্ত গা ঢাকা দেয়। কাশ্মীর জুড়ে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও এতদিন পর্যন্ত কোনও চিহ্ন মেলেনি। সেই সময়েই কাঠুয়া জেলার ওই মহিলার বক্তব্য নতুন মোড় এনে দেয় গোটা তদন্তে।
তারপর থেকেই কাঠুয়ায় সেনাবাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে। মনে করা হচ্ছে, সীমান্তে কড়া নজরদারির কারণে জঙ্গিরা পাকিস্তানে পালাতে না পেরে কাশ্মীরেই আত্মগোপন করে রয়েছে। সম্ভাব্য রুট, গ্রাম ও সন্দেহভাজন এলাকাগুলোতে চলছে জিজ্ঞাসাবাদ ও নজরদারি।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “শুধু পহেলগাঁও হামলায় যুক্তদের নয়, জম্মু-কাশ্মীরের প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”
উপরাজ্যপাল আরও নির্দেশ দেন, “সন্ত্রাসবাদের যে পরিবেশ কাশ্মীরে গড়ে উঠেছে, তাকে সমূলে ধ্বংস করতে যা যা প্রয়োজন, তা নির্দ্বিধায় করতে হবে।”