Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • “জানোয়ারের মত আচরণ”! দিল্লির রাস্তায় গাড়ির কাঁচ ইট দিয়ে ভাঙলো বাইক আরোহী, রক্তাক্ত ইউটিউবার
দেশ

“জানোয়ারের মত আচরণ”! দিল্লির রাস্তায় গাড়ির কাঁচ ইট দিয়ে ভাঙলো বাইক আরোহী, রক্তাক্ত ইউটিউবার

car
Email :10

দিল্লিতে ভয়াবহ রোড রেজের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীজুড়ে। ইউটিউবার (Youtuber) তুষার গুপ্ত, যিনি ‘The ATOM’ নামের একটি চ্যানেল চালান, শুক্রবার সকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ হামলার শিকার হন। একটি টু-হুইলারের আরোহী প্রায় ৩ কিলোমিটার ধরে তাঁর গাড়ি ধাওয়া করে এবং রাস্তায় তাঁর (Youtuber) গাড়ির সামনের দুটি জানালা ও পেছনের উইন্ডশিল্ড একটি ইট দিয়ে গুঁড়িয়ে দেয়।

তুষার (Youtuber) নিজেই এক্স (পূর্বে টুইটার)–এ এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে অফিসে যাওয়ার পথে একটি টু-হুইলারে থাকা ব্যক্তি হঠাৎ তাঁর গাড়িকে লক্ষ্য করে ধাওয়া শুরু করে এবং বারবার তাঁকে (Youtuber) থামতে বলে গাড়ি থেকে নামার জন্য চাপ দিতে থাকে। তিনি সেই অনুরোধ না মানায়, ওই ব্যক্তি হঠাৎ তাঁর গাড়ির জানালায় কনুই দিয়ে আঘাত করতে শুরু করে, এমনকি রিয়ার-ভিউ মিররও ভাঙার চেষ্টা করে।

তুষার (Youtuber) জানান, তিনি থামেননি, তবে গাড়িটি একটি সরু, ট্রাফিকে ভরা রাস্তায় ছিল বলে গতি ছিল ধীর। কিছুক্ষণ পর সেই টু-হুইলার আরোহী তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং হঠাৎই একটি ইট দিয়ে তাঁর গাড়ির সব জানালায় আঘাত করতে শুরু করে। হামলাকারী তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালায়, আর এ সময় রাস্তায় জনতা জড়ো হতে থাকে।

তুষার লেখেন, “আমি ঠিক কী হচ্ছে তা বুঝে ওঠার আগেই কাচের টুকরো আমার শরীরের উপর ছড়িয়ে পড়ে। শরীর জুড়ে রক্ত। হাতের তালু কেটে গেছে, জিন্স রক্তে ভিজে গেছে, এমনকি গাড়ির হ্যান্ডব্রেক লিভার ও প্যাসেঞ্জার সিটেও রক্তের দাগ লেগে যায়।”

আক্রমণকারী শেষে গাড়ির পেছনের উইন্ডশিল্ডও ভেঙে দেয় এবং এরপর জনতা বাড়তে থাকলে পালিয়ে যায়। তুষার দ্রুত পুলিশ এবং এমার্জেন্সি নম্বরে ফোন করেন। পুলিশ এক ঘণ্টার মধ্যেই তদন্ত শুরু করে এবং তিন ঘণ্টার মধ্যেই তাঁর মেডিকেল রিপোর্ট ও বিস্তারিত বিবৃতি গ্রহণ করা হয়। তিনি পুলিশের তাৎক্ষণিক সাড়া দেওয়ার প্রশংসা করেছেন।

এই ঘটনার পর তুষার উদ্বেগ প্রকাশ করে লেখেন, “দিল্লিতে রোড রেজ এখন এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। হেলমেট ছাড়া টু-হুইলারে থাকা দুর্বৃত্তরা শহরে আতঙ্ক ছড়াচ্ছে। অনেক ক্ষেত্রেই তাদের গাড়ির রেজিস্ট্রেশনও আপডেট করা থাকে না, মালিকানা বদলের নথি অনুপস্থিত থাকে। শহরের রাস্তাগুলো যেন এখন অসামাজিক উপাদানের কবলে পড়েছে, যারা নিজেরাও বিপদে এবং সমাজের জন্য ভয়াবহ হুমকি।”

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts