গোয়ার একটি মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় দেখা দিল ভয়াবহ বিপর্যয় (Stampede)। শোভাযাত্রার ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের, আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি (Stampede)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে, উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে অবস্থিত শ্রী লাইরাই দেবী মন্দিরে (Stampede)।
হাজার হাজার ভক্ত প্রতি বছর এই শোভাযাত্রায় অংশ নিতে গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটক থেকে আসেন। এবারও ছিল তেমনি ভিড়। তবে এবার সেই ভিড়ই কাল হল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও অনুমান, অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে স্থানান্তর করা হয়েছে গোয়া মেডিক্যাল কলেজে।
দুর্ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। পরে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “লাইরাই যাত্রায় পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য দেওয়া হবে।” তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, খবর পেয়েই ৫টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। সতর্কতা হিসেবে উত্তর গোয়া হাসপাতালে আরও ৩টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। গুরুতর আহতদের জন্য ভেন্টিলেটর-সহ ICU প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত চিকিৎসকরাও মোতায়েন রয়েছেন।
এই দুর্ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশজুড়ে বহু মানুষ।