মুম্বই (Mumbai) বিমানবন্দরে নজিরবিহীন কাণ্ড ঘটালেন এক তরুণ। পাটনাগামী বিমানে উঠতে দেরি হওয়ায় হঠাৎ করে রানওয়ের দিকে দৌড়ে চললেন এক যাত্রী! ২৫ বছরের ওই যুবককে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম পিয়ুষ সোনি। তিনি নাভির মুম্বইয়ের (Mumbai) কালম্বোলির বাসিন্দা।
রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের কিছু পর পিয়ুষ বিমানবন্দরে (Mumbai) পৌঁছান। কিন্তু ততক্ষণে বোর্ডিংয়ের সময়সীমা পেরিয়ে গিয়েছে। যদিও তিনি ধরে নিয়েছিলেন, তাঁর এয়ার ইন্ডিয়া ফ্লাইট এখনও গেটেই দাঁড়িয়ে রয়েছে। সেই বিশ্বাস থেকেই তিনি সোজা দৌড়ে ঢুকে পড়েন টারমাকে (Mumbai) , যেখানে বিমানগুলি পার্ক করে রাখা থাকে।
তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করেন এয়ার ইন্ডিয়ার এক কর্মী, যিনি দেখতে পান ওই ব্যক্তি রানওয়ের দিকে দৌড়চ্ছেন এবং এক ভিন্ন ফ্লাইটের দিকে যাচ্ছেন, যেটি আসলে গুজরাতের ভুজ থেকে সদ্য এসে পৌঁছেছে। এই আচরণে বিমান চলাচলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে পারত বলেই জানিয়েছেন বিমানবন্দরের (Mumbai) নিরাপত্তা কর্তৃপক্ষ।
প্রথমে পিয়ুষ দাবি করেন, একটি গ্রাউন্ড সার্ভিসিং গাড়ির চালক নাকি ভুল করে তাঁকে রানওয়ের কাছে নামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু পরে তদন্তে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা নিশ্চিত করেন, এই গল্পটি সম্পূর্ণ বানানো। আসলে পিয়ুষ গেট নম্বর ৪২ ও ৪৩-এর মাঝখানে থাকা একটি জরুরি দরজা জোর করে খুলে বিমানবন্দরের সংরক্ষিত অংশে ঢুকে পড়েন।
এই ঘটনা জানাজানি হতেই পিয়ুষকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে ‘Aircraft Act’-এর আওতায় বিমানবন্দরের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা রুজু করা হয়। সৌভাগ্যক্রমে, রানওয়েতে কোনও বিমান ওড়ার মুহূর্তে না থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।