Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Supreme Court: একসঙ্গে ২৫ জন বিচারপতি ছুটিতে! সুপ্রিম কোর্টে ঝুলে রইল একাধিক মামলা
দেশ

Supreme Court: একসঙ্গে ২৫ জন বিচারপতি ছুটিতে! সুপ্রিম কোর্টে ঝুলে রইল একাধিক মামলা

Email :9

সুপ্রিম কোর্টের (Supreme Court) ইতিহাসে প্রথমবার একসঙ্গে ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি। তবে সরকারি খরচে নয়, নিজেদের ব্যয়ে এই ভ্রমণের পরিকল্পনা করেছেন তাঁরা (Supreme Court)। ভ্রমণের পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court) কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনারও পরিকল্পনা রয়েছে।

সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই প্রথমবার ছুটির মেজাজে আদালতের কাজকর্ম নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন। তিনি সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনার পর এই পরিকল্পনা সকলের কাছে পেশ করেন। বিচারপতিরা প্রস্তাবে সম্মতি জানান। উদ্দেশ্য, দিল্লির বাইরের পরিবেশে চাপমুক্ত থেকে সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা।

১১ ও ১২ জানুয়ারি বিচারপতিরা বিশাখাপত্তনমে থাকবেন। পরিবার-সহ এই সফরে আদালতের কাজকর্ম নিয়ে আলোচনা হবে। এরপর বিচারপতিরা আরাকু ভ্যালি ভ্রমণে যাবেন। কিছু বিচারপতি ১৩ জানুয়ারি পর্যন্ত বিশাখাপত্তনমে থাকার পরিকল্পনা করেছেন। বাকিরা দিল্লিতে ফিরে আসবেন।

এই ছুটি কোনওভাবেই সরকারি অর্থে নয়। বিচারপতিরা লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা ব্যবহার করে নিজেদের খরচেই যাবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই উদ্যোগ একদিকে যেমন নজিরবিহীন, অন্যদিকে কিছু প্রশ্নও উঠেছে। আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলা এখনও ঝুলে রয়েছে। একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এতজন বিচারপতির একসঙ্গে ছুটি নেওয়া কতটা সমীচীন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

যদিও এই সফরের উদ্দেশ্য স্বচ্ছ। বিচারপতিরা চাপমুক্ত পরিবেশে আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। তবে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত নিষ্পত্তির দিকে কতটা অগ্রসর হয়, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts