Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • টানা বৃষ্টি শেষ! আলিপুর আবহাওয়া দফতরের বড় ঘোষণা— কবে থেকে শীতের প্রস্তুতি নিতে শুরু করবেন
জেলা

টানা বৃষ্টি শেষ! আলিপুর আবহাওয়া দফতরের বড় ঘোষণা— কবে থেকে শীতের প্রস্তুতি নিতে শুরু করবেন

Email :2

অবশেষে রাজ্যবাসীর মুখে হাসি— বিদায় নিচ্ছে বৃষ্টি! দীর্ঘ টানা বৃষ্টি আর ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল মানুষ (Weather Update)। অবশেষে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। অর্থাৎ বলা যায়, শীতের আগমনী ঘণ্টা বেজে গিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বর্ষা (Weather Update) অবস্থান করছে রক্সৌল থেকে জব্বলপুর পর্যন্ত। আগামী দু’তিন দিনের মধ্যেই তা বিদায় নেবে। এরপর ছত্তীসগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গ থেকেও পুরোপুরি বর্ষা বিদায় নিতে শুরু করবে (Weather Update)। তবে এখনও সাগরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ ও কেরালা উপকূলে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তগুলির প্রভাব বাংলায় কতটা পড়বে, তা এখনই স্পষ্ট নয়।

আজ রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, তাই অস্বস্তি বজায় থাকবে (Weather Update)। স্থানীয়ভাবে কোথাও কোথাও সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবারও একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে থাকবে একেবারে শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্কতা আরও বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা থেকে বর্ষা সম্পূর্ণ বিদায় নিতে পারে বুধবারের মধ্যে।

কলকাতায় আজকের আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। মাঝেমধ্যে কিছুটা মেঘ জমলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে অল্প বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও কাটছে না।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

উত্তরবঙ্গে এখনও বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবারও এই তিন জেলায় বজ্রগর্ভ মেঘ ও হালকা বৃষ্টি হতে পারে।

সবমিলিয়ে বলা যায়— অবশেষে শেষ হতে চলেছে বর্ষার দাপট। এখন রাজ্য জুড়ে বইবে শুকনো হাওয়া, আর সকলে অপেক্ষায়— কবে নামবে শীতের ছোঁয়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts