ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সক্রিয় হয়ে উঠছে বর্ষা (Weather Update)। দক্ষিণবঙ্গের আকাশে ক্রমেই জমাট বাঁধছে কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব। এর ফলে পরিস্থিতি জটিল হতে পারে উপকূল এবং পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় (Weather Update)।
আবহাওয়াবিদরা (Weather Update) জানাচ্ছেন, সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা—এই ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দিনগুলিতে জারি থাকছে ‘হলুদ সতর্কতা’। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে সপ্তাহের শুরু থেকেই (Weather Update)।
কলকাতা সহ শহরতলির আকাশ রবিবারও ছিল মেঘলা। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা পৌঁছেছিল ৩০.৮ ডিগ্রি পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে যথেষ্ট। শনিবার শহরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪.৯ মিলিমিটার (Weather Update)।
উত্তরবঙ্গের পরিস্থিতিও কিছু কম নয়। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত উপকূলবর্তী ও নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের নজর রাখতে বলা হয়েছে জলস্তরের উপর। জোর বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিদ্যুৎ বিপর্যয় ও জলবন্দি হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা।