Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • রথেও থামছে না বৃষ্টি! নিম্নচাপের দাপটে কেমন থাকবে আপনার জেলায় আবহাওয়া?
জেলা

রথেও থামছে না বৃষ্টি! নিম্নচাপের দাপটে কেমন থাকবে আপনার জেলায় আবহাওয়া?

rain in bengal a
Email :15

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের নিম্নচাপের ভ্রুকুটি (Weather Update)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এর প্রভাবে রাজ্যজুড়ে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তো থাকছেই, তার সঙ্গে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে (Weather Update)।

সবচেয়ে বড় প্রশ্ন—রথের দিন কেমন থাকবে আকাশের মুখ? আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল শুক্রবার রথযাত্রার(Weather Update) দিন রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টিও হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Update)।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রথের দিন। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

বৃষ্টির দাপটে উত্তাল হতে পারে সমুদ্রও। নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তাল হতে পারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এই পরিস্থিতিতে ২৬ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সপ্তাহান্তে এবং সোমবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।

সব মিলিয়ে, রথযাত্রার দিন থেকে শুরু করে আগামী কয়েকদিন রাজ্যের আকাশে রইল ঘনঘটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts