হুগলির উত্তরপাড়ায় (Uttarpara) ভোররাতে ঘটল ভয়াবহ খুনের ঘটনা। শান্তিনগর এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করা হল কেন্দ্রের মালিক মদন রানাকে। অভিযোগ, কেন্দ্রেরই (Uttarpara) দুই আবাসিক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
“টাইম টু চেঞ্জ” নামে ওই নেশামুক্তি কেন্দ্রটি (Uttarpara) চালাতেন মদন রানা। জানা গেছে, তাঁর স্ত্রী স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেও বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার ভোরে প্রার্থনা শেষে সব আবাসিক একটি ঘরে থাকাকালীন বাইরে থেকে দরজা আটকে দেয় দুই আবাসিক। এরপর রান্নাঘর থেকে শিলনোড়া এনে মদনের মাথায় বারবার আঘাত করা হয়। এক আবাসিক বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় (Uttarpara)।
চিৎকার শুনে অন্য আবাসিকরা দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মদনকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অনুমান, অভিযুক্তরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন। মদন রানা তা অনুমতি দেননি। সেই নিয়েই বচসা বাঁধে এবং ক্ষোভে এই খুনের পরিকল্পনা করা হয়। জানা গেছে, অভিযুক্তদের বাড়ি দমদম-বেলঘরিয়া এলাকায়।
উল্লেখযোগ্য বিষয়, মদন রানার বিরুদ্ধেও আগে প্রতারণার অভিযোগ উঠেছিল। তিনি গ্রেফতারও হয়েছিলেন। নিজেও দীর্ঘদিন নেশাগ্রস্ত ছিলেন। পাঁচ বছর আগে উত্তরপাড়ায় ভাড়া বাড়ি নিয়ে এই নেশামুক্তি কেন্দ্র খোলেন মদন। বর্তমানে সেখানে প্রায় কুড়িজন আবাসিক থাকতেন।
এখন গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।